লাল সূর্য
রাতের শেষে লাল সূর্য
ওঠে যখন প্রতিদিনে
ভরে যায় আলো চারিদিকে।
নীল আকাশের প্রতিকোণে
দিচ্ছে ঝলক প্রতিক্ষণে
সূর্য থাকার সময়েতে।
সবুজ গাছের পাতাতে
পড়ছে আলো সাতরঙে
বাড়ছে গাছ ক্ষণে ক্ষণে।
প্রখর সূর্যের লাল আলোতে
ফাটছে মাটি দুপুরবেলা
গ্রীষ্মের দিনের গরমেতে।
শীতের সকাল লাল সূর্যতে
উষ্ণ থাকার প্রয়োজনে
হচ্ছে গরম রোদে জনে জনে।
নদীতে সূর্যের লাল আলোতে
খেলছে মাছ আনন্দেতে,
বয়ছে স্রোত প্রবলবেগে।।
০৩/০৫/২০২০
ওঠে যখন প্রতিদিনে
ভরে যায় আলো চারিদিকে।
নীল আকাশের প্রতিকোণে
দিচ্ছে ঝলক প্রতিক্ষণে
সূর্য থাকার সময়েতে।
সবুজ গাছের পাতাতে
পড়ছে আলো সাতরঙে
বাড়ছে গাছ ক্ষণে ক্ষণে।
প্রখর সূর্যের লাল আলোতে
ফাটছে মাটি দুপুরবেলা
গ্রীষ্মের দিনের গরমেতে।
শীতের সকাল লাল সূর্যতে
উষ্ণ থাকার প্রয়োজনে
হচ্ছে গরম রোদে জনে জনে।
নদীতে সূর্যের লাল আলোতে
খেলছে মাছ আনন্দেতে,
বয়ছে স্রোত প্রবলবেগে।।
০৩/০৫/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত ভৌমিক ০৮/০৯/২০২১
-
বোরহানুল ইসলাম লিটন ০৫/০৯/২০২১সুন্দর সূর্যের বিচরণ।
-
ফয়জুল মহী ০৪/০৯/২০২১অনেক সুন্দর লেখা
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৪/০৯/২০২১Nice. Go ahead.
-
কে. পাল ০৪/০৯/২০২১Durdanto
কবিতাটা লিখেছেন ভাই বেশ তো!