নির্জন দুপুর
মরুভূমির তপ্ত বালুরাশিতে
শত শত যাযাবরের জীবন কাহিনী
একফোঁটা জলের জন্য খুঁজেছি কত
নির্জন দুপুরের মরুচিকায়।
মরুভূমির তপ্ত বালুরাশিতে
হারিয়ে গেছে কত যাযাবর
একফোঁটা জলের অভাবে তারা
চিরদিনের মতো শান্ত হয়েছে।
মরুভূমির এককোণে জন্ম নেওয়া
ক্যাকটাসের অদ্ভুত জীবনকাহিনী
বেঁচে আছে তপ্ত বালুরাশিতে
একফোঁটা জলের খোঁজে।
হঠাৎ একদিন বালুঝড়ে
পথ হারিয়ে একটি চিল
হাজির হয়েছে মরুভূমিতে
একফোঁটা জলের তৃষ্ণায়
মৃত্যুর মুখে পৌঁছে গেছে
এই সময় দেখতে পেয়ে
ক্যাকটাসের জমা জল নিয়ে
নতুন জীবন লাভ করে।।
০৩/০৫/২০২০
শত শত যাযাবরের জীবন কাহিনী
একফোঁটা জলের জন্য খুঁজেছি কত
নির্জন দুপুরের মরুচিকায়।
মরুভূমির তপ্ত বালুরাশিতে
হারিয়ে গেছে কত যাযাবর
একফোঁটা জলের অভাবে তারা
চিরদিনের মতো শান্ত হয়েছে।
মরুভূমির এককোণে জন্ম নেওয়া
ক্যাকটাসের অদ্ভুত জীবনকাহিনী
বেঁচে আছে তপ্ত বালুরাশিতে
একফোঁটা জলের খোঁজে।
হঠাৎ একদিন বালুঝড়ে
পথ হারিয়ে একটি চিল
হাজির হয়েছে মরুভূমিতে
একফোঁটা জলের তৃষ্ণায়
মৃত্যুর মুখে পৌঁছে গেছে
এই সময় দেখতে পেয়ে
ক্যাকটাসের জমা জল নিয়ে
নতুন জীবন লাভ করে।।
০৩/০৫/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত ভৌমিক ০৯/০৯/২০২১বেশ ভালো লিখেছেন কবি।
-
জামাল উদ্দিন জীবন ০২/০৯/২০২১সুন্দর
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০২/০৯/২০২১সুন্দর
-
স্বপন রোজারিও (মাইকেল) ০১/০৯/২০২১Very Nice.
-
ফয়জুল মহী ০১/০৯/২০২১অপরূপ ও অনিন্দিত।