কি কারণে
কী কারণে জানি না আজ
পৃথিবীর এই পরিণতি
কোন্ দোষের কারণে
বিধি তুমি দিয়েছো
এত বড়ো ভুলের মাশুল
তবে কী আমরা দোষ করেছি!
বিধাতা তুমি বলে দাও
ভুলের সেই নাম?
ভাবিনি কোনোদিন কঠিন সময়ে
পারি দিতে চলেছি
মৃত্যুলাশের ধ্বংসস্তূপে;
করেছি কত হাসি ঠাট্টা
দেখেছি কত অজানাকে
দেখিনি তো কোনোদিন
এই মৃত্যুলাশের ছবি
যদি ভুল হয়ে থাকে
তবে সে ভুলের মাশুল তো
আমাদেরকে সহতেই হবে
মৃত্যু দৃশ্যকে যদি বলে থাকি
সজন হারানোর কান্না
তবে মনে পড়ে সেই দিনগুলির কথা
যেদিন অত্যাচারী ব্রিটিশের কারাগারে
কত না তরুণ জীবন দিয়েছে বলী।
স্বাধীনতার সূর্যটাকে দেখার জন্য
তাজা রক্তের মৃতদেহকে বুকে নিয়ে
সর্বহারা জননী যদি মেনে নিতে পারে
তবে কেনো আজ মানতে পারছিনা
মহামারি অতিমারী মৃত্যুলাশের এই সময়টাকে।।
২৯/০৪/২০২০
পৃথিবীর এই পরিণতি
কোন্ দোষের কারণে
বিধি তুমি দিয়েছো
এত বড়ো ভুলের মাশুল
তবে কী আমরা দোষ করেছি!
বিধাতা তুমি বলে দাও
ভুলের সেই নাম?
ভাবিনি কোনোদিন কঠিন সময়ে
পারি দিতে চলেছি
মৃত্যুলাশের ধ্বংসস্তূপে;
করেছি কত হাসি ঠাট্টা
দেখেছি কত অজানাকে
দেখিনি তো কোনোদিন
এই মৃত্যুলাশের ছবি
যদি ভুল হয়ে থাকে
তবে সে ভুলের মাশুল তো
আমাদেরকে সহতেই হবে
মৃত্যু দৃশ্যকে যদি বলে থাকি
সজন হারানোর কান্না
তবে মনে পড়ে সেই দিনগুলির কথা
যেদিন অত্যাচারী ব্রিটিশের কারাগারে
কত না তরুণ জীবন দিয়েছে বলী।
স্বাধীনতার সূর্যটাকে দেখার জন্য
তাজা রক্তের মৃতদেহকে বুকে নিয়ে
সর্বহারা জননী যদি মেনে নিতে পারে
তবে কেনো আজ মানতে পারছিনা
মহামারি অতিমারী মৃত্যুলাশের এই সময়টাকে।।
২৯/০৪/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুব্রত ভৌমিক ০৯/০৯/২০২১
-
রিয়াজুল করিম সিকদার ৩১/০৮/২০২১বাহ
-
কে. পাল ৩১/০৮/২০২১Valo
-
জামাল উদ্দিন জীবন ৩১/০৮/২০২১মানুষ প্রভুকে ভুলে গেছে তার কাছে ফিরে আসতে হবে।
-
আলমগীর সরকার লিটন ৩১/০৮/২০২১বেশ অনুভূতির প্রকাশ কবি দা
-
ফয়জুল মহী ৩০/০৮/২০২১অসাধারণ
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩০/০৮/২০২১Very Nice. Thanks for the writings.
করছে প্রকৃতি ছারখার,
তাঁর অভিশাপে, ধংস হবে সংসার।