দুঃখ
আমার দুঃখ আকাশে অন্তহারা
তুমি এসেও দাও না দেখা,
আমি মৃত হই বারে বারে
তুমি ফিরে তাকাও না একবার ও।
আমি দূর থেকে বহু দূরে চলে গেছি
পৃথিবীর সীমা অতিক্রম করে,
তুমি চোখ মেললে খুঁজে পাবে
প্রান্তরের ঘাসে জমানো অনাবিল ছবি।
একদিন ঢের বেশি, বহুদিন পর
আমি কোনো এক পিপাসার ছায়াঘেরা ঘন রাতে আসবো ফিরে পৃথিবী কে গোপন রেখে
তোমার বিরহ বেদনার পাতা ঝরে।
হলুদ হেমন্তের নীল প্রেমের চিঠিতে
তোমার সাথে আমার হবে পরিচয়
নতুন বসন্তের রঙিন ফুল ফুটুয়ে-
আমার সীমানায় তোমার নামের পাহাড়।
দুঃখের ছায়াছবির কালজয়ী গান গেয়ে
শিল্পী হয়ে এঁকে ছিলাম তোমারই ছবি,
সেই ছবি আজ গভীর রাতে পাঠিয়েছি মেঘের দেশে
নীল জ্যোৎস্নার আলোয় ভরপুর হয়ে।
একদিন প্রতিদিন ঢেরবেশি চেয়ে থাকি অনুভবে
নীল ডায়েরির অজানা পাতার উপন্যাসে।।
২৮/০৮/২০২১
তুমি এসেও দাও না দেখা,
আমি মৃত হই বারে বারে
তুমি ফিরে তাকাও না একবার ও।
আমি দূর থেকে বহু দূরে চলে গেছি
পৃথিবীর সীমা অতিক্রম করে,
তুমি চোখ মেললে খুঁজে পাবে
প্রান্তরের ঘাসে জমানো অনাবিল ছবি।
একদিন ঢের বেশি, বহুদিন পর
আমি কোনো এক পিপাসার ছায়াঘেরা ঘন রাতে আসবো ফিরে পৃথিবী কে গোপন রেখে
তোমার বিরহ বেদনার পাতা ঝরে।
হলুদ হেমন্তের নীল প্রেমের চিঠিতে
তোমার সাথে আমার হবে পরিচয়
নতুন বসন্তের রঙিন ফুল ফুটুয়ে-
আমার সীমানায় তোমার নামের পাহাড়।
দুঃখের ছায়াছবির কালজয়ী গান গেয়ে
শিল্পী হয়ে এঁকে ছিলাম তোমারই ছবি,
সেই ছবি আজ গভীর রাতে পাঠিয়েছি মেঘের দেশে
নীল জ্যোৎস্নার আলোয় ভরপুর হয়ে।
একদিন প্রতিদিন ঢেরবেশি চেয়ে থাকি অনুভবে
নীল ডায়েরির অজানা পাতার উপন্যাসে।।
২৮/০৮/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ২৮/০৮/২০২১সুগভীর ভাবের প্রকাশ ঘটেছে কবিতায়।
-
আমান শেখ ২৮/০৮/২০২১বে ভালো লিখেছেন। ভালবাসা সবসময়।
-
কে. পাল ২৮/০৮/২০২১সুন্দর
-
কবি অন্তর চন্দ্র ২৮/০৮/২০২১♥️
-
তাবেরী ২৮/০৮/২০২১সুন্দর