নীল প্রজাপতি
ডানা মেলে যাও উড়ে
বসো গিয়ে বনের ধারে
ফুল থেকে মধু নিয়ে
যাও আবার নদীর তীরে।
বৃষ্টি পড়ে গাছে গাছে
আসো আমার মনের ঘরে,
নীল প্রজাপতির ডানা নিয়ে
যাবো আমি ফুলের দেশে।
মেঘের কোলে রোদ এলে
ফিরি তখন নদীর তীরে,
নীল প্রজাপতির স্বপ্ন নিয়ে
জীবন আঁকি রঙিন করে।
হাওকা ভাবে বাতাস এলে
নাচি তখন মনের তালে-
নীল প্রজাপতি বসলো গিয়ে
আমার মনের ছোট্ট ঘরে।
স্বপ্ন দিয়ে আঁকি আমি
জীবন রেখার চলার পথ
নীল প্রজাপতির সুখে দুঃখে
আছি আমি আপন হয়ে।।
০১/০৯/২০২০
বসো গিয়ে বনের ধারে
ফুল থেকে মধু নিয়ে
যাও আবার নদীর তীরে।
বৃষ্টি পড়ে গাছে গাছে
আসো আমার মনের ঘরে,
নীল প্রজাপতির ডানা নিয়ে
যাবো আমি ফুলের দেশে।
মেঘের কোলে রোদ এলে
ফিরি তখন নদীর তীরে,
নীল প্রজাপতির স্বপ্ন নিয়ে
জীবন আঁকি রঙিন করে।
হাওকা ভাবে বাতাস এলে
নাচি তখন মনের তালে-
নীল প্রজাপতি বসলো গিয়ে
আমার মনের ছোট্ট ঘরে।
স্বপ্ন দিয়ে আঁকি আমি
জীবন রেখার চলার পথ
নীল প্রজাপতির সুখে দুঃখে
আছি আমি আপন হয়ে।।
০১/০৯/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তামিম ইসলাম ২৩/০৮/২০২১বেশ♥️
-
আলমগীর সরকার লিটন ২৩/০৮/২০২১বেশ ভাবনাময়
-
অভিজিৎ হালদার ২৩/০৮/২০২১Thank you
-
ফয়জুল মহী ২২/০৮/২০২১মনোমুগ্ধকর রচনা ।