www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সরল

জীবন ভাসিয়া ভাসিয়া
আনিয়াছে রাজ পর্বত
উল্লাসে মাতোয়ারা অগ্নিশিখা
অগ্রীর প্রীতিতে দিশেহারা।
অকস্মাৎ অকালমৃত্যু ঘটিয়েছে ভুবনে
অগ্নি ফুলিঙ্গ মুক্তির বাণী আনে চেতনাতে-
মৃগশাবক হারায় যদি পথের দিশা
কে বা তাহার ফিরিয়ে আনে!
নিশাচরের থাবা থেকে।
সারল্য বৃক্ষের মগডালে
হৃৎপিণ্ড জাগে তখন মৃগশাবকের-
যদি পরে সে হিংস্র পশুর নখের কাছে
হয়ে যাবে জীবন শেষ চোখের এক পলকে
নিভে যাবে হৃদয়ের বাতি আজীবনের।


২০/০৮/২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৭৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সরল জটিল ভাবনা।
  • সত্যই বেশ ভাবনাময়
  • অসাধারন
  • আমান শেখ ২০/০৮/২০২১
    অল্প কথায় অসাধারণ ফুটিয়ে তোলা।
  • ফয়জুল মহী ২০/০৮/২০২১
    চমৎকার
 
Quantcast