www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দিনের আলো





রাতের শেষে দিনের আলো
ভোর আকাশের চাঁদের আলো
রাতের কাছে থাকে যেনো
কোনো এক নতুন আলো।
সূর্য মামা ওঠে যেনো
দিক-দিগন্তের আকাশ জুড়ে-
নতুন আলো দিনের কাছে
ভরে ওঠে সকাল যেনো।
চাষের খেতে ঘাসের উপর
শিশির ভেজা আলের ধারে
চলি যখন আল দিয়ে
পায়ে আমার লাগে যেন
শিশিরের বিন্দু'গুলো;
ধানের ক্ষেতে দিনের আলো
বাতাসের মাঝে হেলে শিষ
দিকদিগন্তে;
দিনের আলো দিনের কাছে
বয়ে চলে ধানের গোছে,
সোনাভরা ফসল ফলে যখন
দিকদিগন্ত ভরে ওঠে তখন।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast