রাতের শেষে
আলোহীন আন্ধার রাতে
বসে আছি প্রহর গুনে
তুমি আসবে বলে
রাতের শেষে;
চেয়ে আছি আপন মনে
সদ্য ফোটা গোলাপ নিয়ে
তুমি আসবে বলে
রাতের শেষে;
বসে আছি জানালার ধারে
ঘুম নেই আজও চোখে
তুমি আসবে বলে
রাতের শেষে;
কাজ নেই মনের ঘরে
পারি দিই মেঘের দেশে
তুমি আসবে বলে
রাতের শেষে;
দেশলাই কাঠির আলো জ্বেলে
চলে যায় স্বর্গের দেশে
তুমি আসবে বলে
রাতের শেষে।
সাগর নদীর প্রবল ঢেউ-এ
ভেবে থাকি তিরের বেগে
তুমি আসবে বলে
রাতের শেষে।।
৩০/০৪/২০২০
বসে আছি প্রহর গুনে
তুমি আসবে বলে
রাতের শেষে;
চেয়ে আছি আপন মনে
সদ্য ফোটা গোলাপ নিয়ে
তুমি আসবে বলে
রাতের শেষে;
বসে আছি জানালার ধারে
ঘুম নেই আজও চোখে
তুমি আসবে বলে
রাতের শেষে;
কাজ নেই মনের ঘরে
পারি দিই মেঘের দেশে
তুমি আসবে বলে
রাতের শেষে;
দেশলাই কাঠির আলো জ্বেলে
চলে যায় স্বর্গের দেশে
তুমি আসবে বলে
রাতের শেষে।
সাগর নদীর প্রবল ঢেউ-এ
ভেবে থাকি তিরের বেগে
তুমি আসবে বলে
রাতের শেষে।।
৩০/০৪/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কে. পাল ১৫/০৮/২০২১Valo
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৫/০৮/২০২১ভালো
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ১৫/০৮/২০২১এলোমেলো প্রতীক্ষা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ১৫/০৮/২০২১অপেক্ষা অবিরত !
-
ফয়জুল মহী ১৪/০৮/২০২১অনবদ্য
-
অনিমেষ চক্রবর্তী ১৪/০৮/২০২১দারুন