যখন বৃষ্টি নামলো
যখন বৃষ্টি নামলো
চোখের দুটি কোণ বেয়ে,
এক অদ্ভুত রাত্রির মতো
কল্পনার আকাশে ফুটলো ফুল;
জানালার কপাটে মেঘ জমে
নীল প্রহরের বাতি হয়ে।
যখন বৃষ্টি নামলো
হলুদ হেমন্তের ঘাসে
তখন জন্মভূমি জনপদ হলো-
সূর্যাস্তের শেষ লগ্নে।
কিঞ্চিৎ পরিমাণ সাফল্য সামর্থ্য
সাহিত্যের সীমারেখা অতিক্রম করে
যখন বৃষ্টি নামলো সুমেরু গোলার্ধে
ঠিক তখনই স্পর্ধা জাগলো মনে
স্থির সৌভাগ্যের পিরামিডে,
সাফল্যমণ্ডিত সন্তর্পনে
ষান্মাসিক শ্রীবৃদ্ধি ঘটলো
শান্ত শহীদের জীবনে;
মরুজ্যোতি অস্তিত্বের অস্ত্র
কৃতান্ত গহ্বরে।
০৪/০৮/২০২১
চোখের দুটি কোণ বেয়ে,
এক অদ্ভুত রাত্রির মতো
কল্পনার আকাশে ফুটলো ফুল;
জানালার কপাটে মেঘ জমে
নীল প্রহরের বাতি হয়ে।
যখন বৃষ্টি নামলো
হলুদ হেমন্তের ঘাসে
তখন জন্মভূমি জনপদ হলো-
সূর্যাস্তের শেষ লগ্নে।
কিঞ্চিৎ পরিমাণ সাফল্য সামর্থ্য
সাহিত্যের সীমারেখা অতিক্রম করে
যখন বৃষ্টি নামলো সুমেরু গোলার্ধে
ঠিক তখনই স্পর্ধা জাগলো মনে
স্থির সৌভাগ্যের পিরামিডে,
সাফল্যমণ্ডিত সন্তর্পনে
ষান্মাসিক শ্রীবৃদ্ধি ঘটলো
শান্ত শহীদের জীবনে;
মরুজ্যোতি অস্তিত্বের অস্ত্র
কৃতান্ত গহ্বরে।
০৪/০৮/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নহাজা য়াজিনা ১৬/০৮/২০২১ভালো লেগেছে। শুভকামনা জানবেন।
-
দীপঙ্কর বেরা ১৩/০৮/২০২১ভালো লাগলো
-
ফয়জুল মহী ১২/০৮/২০২১দারুণ লিখেছেন প্রিয় ।
-
কে. পাল ১১/০৮/২০২১Osadharon
-
সুব্রত ব্রহ্ম ১১/০৮/২০২১অপূর্ব।