হৃদয়
হৃদয় দিয়ে ভাবছি যখন
হৃদয়ের অন্তরটাকে
হারানো আপনজনের
অশ্রুজলে;
হাজারো ব্যথাভরা জীবনটাকে
খুঁজেছি কত সময় ধরে।
সুখের ঠিকানার কারাগারে
বন্দী হয়েছি যখন
জীবনের চাওয়া পাওয়া'টাকে
হারিয়ে ফেলেছি তখন।
চেয়ে আছি হৃদয় দিয়ে
ভুলে ভরা জীবনটাকে
সময়ের অন্তরালে গাঁথা
দুঃখের সেই সীমানাতে
নৌকাডুবির পারাপারে।
মনের মাঝে রঙের ঢেউ
স্বপ্নে আঁকা জীবনটাকে
বদলে দিয়েছে কেউ!
আশা পূরণের ইচ্ছা দিয়ে।
পড়শী যখন মনের মাঝে
নেই কিনারা মনের ঘরে
হিসাবের বেড়াজালে
বদ্ধ তখন আপন ঘরে।।
২৮/০৪/২০২০
হৃদয়ের অন্তরটাকে
হারানো আপনজনের
অশ্রুজলে;
হাজারো ব্যথাভরা জীবনটাকে
খুঁজেছি কত সময় ধরে।
সুখের ঠিকানার কারাগারে
বন্দী হয়েছি যখন
জীবনের চাওয়া পাওয়া'টাকে
হারিয়ে ফেলেছি তখন।
চেয়ে আছি হৃদয় দিয়ে
ভুলে ভরা জীবনটাকে
সময়ের অন্তরালে গাঁথা
দুঃখের সেই সীমানাতে
নৌকাডুবির পারাপারে।
মনের মাঝে রঙের ঢেউ
স্বপ্নে আঁকা জীবনটাকে
বদলে দিয়েছে কেউ!
আশা পূরণের ইচ্ছা দিয়ে।
পড়শী যখন মনের মাঝে
নেই কিনারা মনের ঘরে
হিসাবের বেড়াজালে
বদ্ধ তখন আপন ঘরে।।
২৮/০৪/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১১/০৮/২০২১Good post
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৮/২০২১ভালো লাগলো।
-
জামাল উদ্দিন জীবন ১০/০৮/২০২১ভালো