নতুন বছর
একের পর এক বছর
আসে আবার নতুন করে
নতুন বছর, কেমন করে!
দিনের পর দিন
রাতের পর রাত।
সূর্য ডোবে চন্দ্র ওঠে
দিনের শেষে রাত আসে-
রাজনীতি শেষে দিন;
বিদায় নেয় এই বছর
আসে আবার নতুন বছর।
নতুন বছর নতুন করে
গানের সুরে নতুন সাজে
নতুন মোর নতুন আলো
রাঙিয়ে তোলে সকাল গুলো।
মিষ্টি রোদের মিষ্টি হাসি
বসে থাকা সরকারগুলো।
নতুন বছরে নতুন করে
পারি দিই পরের শ্রেণী;
নতুন বইয়ের নতুন ছবি
খেলার আবার নতুন সাথী।
নতুন বছরের নতুন খাবার
খাই আমরা সকলে মিলে,
একের পর এক বছর
পারি দিই অজানা দেশে।।
০১/০১/২০২০
আসে আবার নতুন করে
নতুন বছর, কেমন করে!
দিনের পর দিন
রাতের পর রাত।
সূর্য ডোবে চন্দ্র ওঠে
দিনের শেষে রাত আসে-
রাজনীতি শেষে দিন;
বিদায় নেয় এই বছর
আসে আবার নতুন বছর।
নতুন বছর নতুন করে
গানের সুরে নতুন সাজে
নতুন মোর নতুন আলো
রাঙিয়ে তোলে সকাল গুলো।
মিষ্টি রোদের মিষ্টি হাসি
বসে থাকা সরকারগুলো।
নতুন বছরে নতুন করে
পারি দিই পরের শ্রেণী;
নতুন বইয়ের নতুন ছবি
খেলার আবার নতুন সাথী।
নতুন বছরের নতুন খাবার
খাই আমরা সকলে মিলে,
একের পর এক বছর
পারি দিই অজানা দেশে।।
০১/০১/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ০৮/০৮/২০২১দেখতে দেখতেই জীবনের আয়ু শেষ।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৭/০৮/২০২১How Beautiful the Poem is!