www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বাধীনতা

আমার মরা শরীরে জীবিত হয়েছে
স্বাধীন ভারতের মানচিত্র।


স্টেনগানের বুলেটে যে ছবি ফুটে উঠেছে
ভারত বীরত্বের জীমূত;
জীমূতবাহন শক্তির বেশে
অশ্রু নদী রক্ত হয়ে
এসেছে স্বাধীনতা,মহৎ-এর স্বাধীনতা।
কত বিপ্লবী শহীদের প্রাণের বিনিময়ে
এসেছে অগ্নিগর্ভ স্বাধীনতা।


মৃত শহীদের বুকের রক্তে
জ্বলে উঠছে স্বাধীনতা;
নীল আকাশের শীর্ষ দেশে
মেলে দিয়েছে তারা ত্রিবর্ণ রঞ্জিত পতাকা।


রাত্রের নিস্তব্ধতা'কে সঙ্গী করে
দিয়েছে পবিত্র স্বাধীনতা
হাজার বছরের মৃত 'নক্ষত্র'গুলো।

০৬/০৮/২০২১
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৮/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ০৭/০৮/২০২১
    সৃজনশীল ভাবাবেগ।
  • বেশ ভালো।
 
Quantcast