রক্তে লেখা ভারতবর্ষ
কত শহীদের প্রাণের বিনিময়ে
রক্তে লেখা নাম ভারতবর্ষ।
তোমাকে দুর্ভিক্ষের আগুনে পুড়তে দেখেছি,
মেশিনগানের বুলেটে দেখেছি স্বাধীনতা
তুমি আসবে বলে এ স্বাধীনতা;
হৃদয় কাঁপানো রক্তের নদী বেয়ে
হে স্বাধীনতা তুমি এসেছো,
আমার হাড়-ভাঙা পাঁজরে ফুটে উঠেছে
রক্তে লেখা নাম ভারতবর্ষ।
ত্রিবর্ণ রঞ্জিত পতাকা মেলে ধরবার জন্য হে স্বাধীনতা;
তোমাকে ভারতবর্ষের প্রতিটি মানুষের ভালোবাসা
পাওয়ার জন্য এই স্বাধীনতা।
ভারতবর্ষের প্রতিটি মানুষের ঝাঁঝরা বুকে
যে নাম ফুটে উঠেছে তার নাম স্বাধীনতা
তার নাম দেশপ্রেম, বীরত্বের ছায়া;
তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা
এ দেশ পবিত্র জন্মভূমি ভারতবর্ষ।
হাজারো মায়ের কোল খালি করে
তোমাকে পাওয়ার জন্য এ স্বাধীনতা
শুধু তোমাকে পাওয়ার জন্য এ ভারতবর্ষ।
০৫/০৮/২০২১
রক্তে লেখা নাম ভারতবর্ষ।
তোমাকে দুর্ভিক্ষের আগুনে পুড়তে দেখেছি,
মেশিনগানের বুলেটে দেখেছি স্বাধীনতা
তুমি আসবে বলে এ স্বাধীনতা;
হৃদয় কাঁপানো রক্তের নদী বেয়ে
হে স্বাধীনতা তুমি এসেছো,
আমার হাড়-ভাঙা পাঁজরে ফুটে উঠেছে
রক্তে লেখা নাম ভারতবর্ষ।
ত্রিবর্ণ রঞ্জিত পতাকা মেলে ধরবার জন্য হে স্বাধীনতা;
তোমাকে ভারতবর্ষের প্রতিটি মানুষের ভালোবাসা
পাওয়ার জন্য এই স্বাধীনতা।
ভারতবর্ষের প্রতিটি মানুষের ঝাঁঝরা বুকে
যে নাম ফুটে উঠেছে তার নাম স্বাধীনতা
তার নাম দেশপ্রেম, বীরত্বের ছায়া;
তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা
এ দেশ পবিত্র জন্মভূমি ভারতবর্ষ।
হাজারো মায়ের কোল খালি করে
তোমাকে পাওয়ার জন্য এ স্বাধীনতা
শুধু তোমাকে পাওয়ার জন্য এ ভারতবর্ষ।
০৫/০৮/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃঅলোক সরকার ০৬/০৮/২০২১সুন্দর দেশপ্রেমের নির্ভিক ভাবনা।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৬/০৮/২০২১দারুণ সব অনুভূতির প্রকাশ!
-
ফয়জুল মহী ০৫/০৮/২০২১ভাবনার একদম গভীর থেকে বেরিয়ে অনুভুতির সুন্দর উপস্থাপন !