স্বপ্নের বাড়ি
স্বপ্নের আঁধারে রঙিন স্বপ্ন
আঁধার রাত্রে মেঘের বাতাবরণ।
সোনালি রঙিন ঘাসের মেলা,
কুয়াশায় ভেজা ঘাসের ডগা
দিন হারানো কত না খেলা।
ধুলো রাঙানো রাস্তার বেলা,
চেয়ে থাকা ভোরের সকাল
কলসি ভরা জলের তৃষ্ণা।
কেশভরা বধূর শয্যা,
স্বপ্নে আঁকা মোদের বাড়ি
গল্পভরা ফুলের সাজি,
কাজলভরা চোখের রং
বৃষ্টি দিনের মেঘলা হাসি।
ফুল রাঙানো ভোরের দিন
বসে থাকা নদীর তীরে-
ঢেউ রাঙানো জলের রাশি
এই আমাদের স্বপ্নের বাড়ি।।
২০/১২০১৯
আঁধার রাত্রে মেঘের বাতাবরণ।
সোনালি রঙিন ঘাসের মেলা,
কুয়াশায় ভেজা ঘাসের ডগা
দিন হারানো কত না খেলা।
ধুলো রাঙানো রাস্তার বেলা,
চেয়ে থাকা ভোরের সকাল
কলসি ভরা জলের তৃষ্ণা।
কেশভরা বধূর শয্যা,
স্বপ্নে আঁকা মোদের বাড়ি
গল্পভরা ফুলের সাজি,
কাজলভরা চোখের রং
বৃষ্টি দিনের মেঘলা হাসি।
ফুল রাঙানো ভোরের দিন
বসে থাকা নদীর তীরে-
ঢেউ রাঙানো জলের রাশি
এই আমাদের স্বপ্নের বাড়ি।।
২০/১২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাসরীন আক্তার রুবি ০৫/০৮/২০২১চমৎকার কবিতা
-
তাবেরী ০৫/০৮/২০২১অসাধারণ
-
জামাল উদ্দিন জীবন ০৫/০৮/২০২১স্বপ্নের আঁধার আলোর ঠিকানা খুঁজে পাক এই কামনা করি।
-
ডাঃঅলোক সরকার ০৪/০৮/২০২১প্রিয় কবি,
স্বপ্নময় কল্পনার বাস্তবায়নের উপমা রূপক কবিতা ভালো লাগলো।অভিনন্দন কবি। সদাই ভালো থাকুন।
বিশেষণে কাব্যরচনা।সুন্দর।