কবর
কবরের নীচে মৃতদেহ
সোয়ানো রয়েছে কত না দেহ;
সারি সারি কত না জন
দিন দিন হয়েছে মলিন।
বাঁশ বাগানের সেই না দিন
রয়েছে কত না মিল
শুষ্ক প্রান্ত হয়েছে শান্ত
মরুভূমি কত না ক্লান্ত।
জলহীন কত যে দিন
হঠাৎ কোনো একদিন,
মরুভূমির মতো এসেছে
কোনো এক জন।
সন্ধ্যা রাত্রে বন্যার কান্না
কবরের সারি সারি বন্যা
হারানো কত যে দিন
কবরের নীচে সেই যে দিন।
১৬/০৮/২০১৯
সোয়ানো রয়েছে কত না দেহ;
সারি সারি কত না জন
দিন দিন হয়েছে মলিন।
বাঁশ বাগানের সেই না দিন
রয়েছে কত না মিল
শুষ্ক প্রান্ত হয়েছে শান্ত
মরুভূমি কত না ক্লান্ত।
জলহীন কত যে দিন
হঠাৎ কোনো একদিন,
মরুভূমির মতো এসেছে
কোনো এক জন।
সন্ধ্যা রাত্রে বন্যার কান্না
কবরের সারি সারি বন্যা
হারানো কত যে দিন
কবরের নীচে সেই যে দিন।
১৬/০৮/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিধান চন্দ্র ধর ১১/০৯/২০২১লিখতে থাকুন অবিরত । ভালোবাসা অবিরাম ।
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০৮/২০২১বাঃ, স্মৃতিময়!
-
ফয়জুল মহী ০৪/০৮/২০২১মনোমুগ্ধকর শব্দ চয়নে অনন্য সৃষ্টি, শুভ কামনা নিরন্তর সাহিত্যের শুভেচ্ছা রইল।
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৩/০৮/২০২১সবারই কবরে নামতে হবে।