রাত্রের নির্জনতা
গভীর রাত্রে যখন একা থাকি
ঝিঁঝিঁ পোকার গান শুনি
মেঘলা দিনের মেঘের হাসি
করছে যেন লুকোচুরি
রাত্রের নির্জনতা কে সঙ্গী করে।
জানালা দিয়ে চাঁদের হাসি
ফুটছে মনে ফুলের কুঁড়ি,
লিখছি বসে গানের কলি
পুকুর পাড়ে জলের তরী
এই তো আমাদের চোখের কালি,
রাত্রের নির্জনতাকে সঙ্গী করে।
বাড়ির পাশে গাছের সারি
এই তো আমাদের বাগান বাড়ি
রাত্রে ফোটা ফুলের কুঁড়ি;
বৃষ্টিতে ভেজা ফুলের পাপড়ি
এই তো আমার ডায়রির ছবি।
২০/০৯/২০১৯
ঝিঁঝিঁ পোকার গান শুনি
মেঘলা দিনের মেঘের হাসি
করছে যেন লুকোচুরি
রাত্রের নির্জনতা কে সঙ্গী করে।
জানালা দিয়ে চাঁদের হাসি
ফুটছে মনে ফুলের কুঁড়ি,
লিখছি বসে গানের কলি
পুকুর পাড়ে জলের তরী
এই তো আমাদের চোখের কালি,
রাত্রের নির্জনতাকে সঙ্গী করে।
বাড়ির পাশে গাছের সারি
এই তো আমাদের বাগান বাড়ি
রাত্রে ফোটা ফুলের কুঁড়ি;
বৃষ্টিতে ভেজা ফুলের পাপড়ি
এই তো আমার ডায়রির ছবি।
২০/০৯/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃঅলোক সরকার ০৩/০৮/২০২১কিছু ভাবনার প্রকাশ ভালোই লাগলো।
-
ফয়জুল মহী ০৩/০৮/২০২১বাহ, বেশ চমৎকার রচিলেন অসাধারণ নির্মাণ
-
কে. পাল ০৩/০৮/২০২১Sundor lekha
-
Md. Rayhan Kazi ০২/০৮/২০২১বেশ হয়েছে
-
সাইয়িদ রফিকুল হক ০২/০৮/২০২১ভালো।
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০২/০৮/২০২১এলোমেলো ভাবনা।