যদি যুদ্ধ হয়
দুচোখে যে স্বপ্ন ছিল
যদি যুদ্ধ হয়!
এ যুদ্ধ সেই যুদ্ধ নয়
শুধু মনেরই পরাজয়।
যদি আকাশ থেকে
খসে তারা কোনোদিন
তবে কী হবে উপায়!
এ পরাজয় সেই পরাজয় নয়।
যদি মনের ঘরে বৃষ্টি এসে
ভাসিয়ে নিয়ে যায় নদীর কূলে
বলো কী হবে তখন উপায়!
দূর সীমানার বাতাস এসে
যদি জানতে চায় মনের কথা
বলো কী হবে তখন উপায়।
যদি বনানী ঘেরা সবুজ ঘাসে
ফোঁটে যদি কোনো ফুল
তবে কী হবে উপায়!
হৃদয়ের বিরহের কলমে
যদি যুদ্ধ হয়!
তখন কে হবে পর?
আকাশ যদি হারায় মাটিতে
স্বর্গ যদি মেশে পাতালে...
বলো কী হবে উপায়?
যদি যুদ্ধ হয়! দুটি নয়নে।।
১৬/০৪/২০২১
যদি যুদ্ধ হয়!
এ যুদ্ধ সেই যুদ্ধ নয়
শুধু মনেরই পরাজয়।
যদি আকাশ থেকে
খসে তারা কোনোদিন
তবে কী হবে উপায়!
এ পরাজয় সেই পরাজয় নয়।
যদি মনের ঘরে বৃষ্টি এসে
ভাসিয়ে নিয়ে যায় নদীর কূলে
বলো কী হবে তখন উপায়!
দূর সীমানার বাতাস এসে
যদি জানতে চায় মনের কথা
বলো কী হবে তখন উপায়।
যদি বনানী ঘেরা সবুজ ঘাসে
ফোঁটে যদি কোনো ফুল
তবে কী হবে উপায়!
হৃদয়ের বিরহের কলমে
যদি যুদ্ধ হয়!
তখন কে হবে পর?
আকাশ যদি হারায় মাটিতে
স্বর্গ যদি মেশে পাতালে...
বলো কী হবে উপায়?
যদি যুদ্ধ হয়! দুটি নয়নে।।
১৬/০৪/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জামাল উদ্দিন জীবন ০১/০৮/২০২১ভালো
-
রেদওয়ান আহমেদ বর্ণ ৩১/০৭/২০২১অনিন্দ্যসুন্দর কথামালা নিয়ে কাজ করেছেন।
-
রেদওয়ান আহমেদ বর্ণ ৩১/০৭/২০২১অসাধারণ লিখেছেন প্রিয়
-
আলমগীর সরকার লিটন ৩১/০৭/২০২১বেশ ভাবনা
-
স্বপন রোজারিও (মাইকেল) ৩০/০৭/২০২১করোনা যুদ্ধ !