রুখে দাঁড়াও
দেখেছি কত ইতিহাস
বয়েছি কত অপমান
সয়েছি কত যন্ত্রণা
বুঝেছি কত কথা
রেখেছি কত প্রশ্ন!
রুখে দাঁড়াও,আর না
ভেঙে ফেলো রাজনীতির
ওই বেড়াজাল।।
গড়ে তোলো শক্ত এক বল-
দেখেছি কত ইতিহাস
ঝরেছে কত রক্ত
রুখে দাঁড়াও, আর না-
বয়েছি কত অপমান
কখনও করিনি প্রশ্ন!
গড়ে তোলো এক দল
বলো আমরা সবাই ভাই ভাই-
রুখে দাঁড়াও, আর না-
সয়েছি কত যন্ত্রণা;
কেঁদেছে কত আপনজন
ভেঙেছে কত কথা,
রুখে দাঁড়াও, আর না-
ভেঙে ফেলো রাজনীতির
ওই বেড়াজাল।
গড়ে তোলো শক্ত এক বল-।।
১২/০৮/২০১৯
বয়েছি কত অপমান
সয়েছি কত যন্ত্রণা
বুঝেছি কত কথা
রেখেছি কত প্রশ্ন!
রুখে দাঁড়াও,আর না
ভেঙে ফেলো রাজনীতির
ওই বেড়াজাল।।
গড়ে তোলো শক্ত এক বল-
দেখেছি কত ইতিহাস
ঝরেছে কত রক্ত
রুখে দাঁড়াও, আর না-
বয়েছি কত অপমান
কখনও করিনি প্রশ্ন!
গড়ে তোলো এক দল
বলো আমরা সবাই ভাই ভাই-
রুখে দাঁড়াও, আর না-
সয়েছি কত যন্ত্রণা;
কেঁদেছে কত আপনজন
ভেঙেছে কত কথা,
রুখে দাঁড়াও, আর না-
ভেঙে ফেলো রাজনীতির
ওই বেড়াজাল।
গড়ে তোলো শক্ত এক বল-।।
১২/০৮/২০১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ভাস্কর অনির্বাণ ২৯/০৭/২০২১বিদ্রোহের সুর,শুভকামনা
-
শ.ম. শহীদ ২৯/০৭/২০২১চমৎকার
-
কে. পাল ২৯/০৭/২০২১Sundor lekha
-
ফয়জুল মহী ২৯/০৭/২০২১খুব ভাল লাগলো
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৮/০৭/২০২১Nice,
-
তাবেরী ২৮/০৭/২০২১বেশ!