অবহেলা
পৃথিবীর সব মানুষ হয়তো ভালোবাসতে পারে
তবু কেনো তারা সারাজীবন
ঝরিয়ে যায় দু-চোখের জল।
একদিন পৃথিবীতে যে মানুষ এসেছিল
বাঁচার আশায়; তবু কেনো আজ তারা
মৃত্যু চাই!!
যে তোমাকে তোয়াক্কা না করে চলে যায়
দূর সীমানার দিকে; তাঁহাকে তুমি ভালোবাসো?
পৃথিবীতে সব মানুষ গোলাপ ফুলের মতো জন্মায়:
কিন্তু যে গোলাপের বীজ মরুভূমিতে যায়
সেই গোলাপের জন্ম তখন
মরুভূমির তলেই লুপ্ত হয়।
একদিন অবহেলা পেতে পেতে যে মানুষটি
বাঁচার আশা ত্যাগ করেছিল;আজ সেই
মানুষটিকেই খুঁজে যায় সবাই,
হ্যাঁ ঠিক তাই সেই মানুষটি আজ সবার প্রিয়।
মানুষকে যদি নির্বাসন দাও
তবুও মানবের জয় রয়ে যায় আমরণে;
আমি বদ্ধ ঘরের জানালা দিতে চাই
দূর আকাশের গায়।
ঠিক শতযুগ পর আমার লেখা কবিতা
কোন্ এক কবি নবরূপ দেবে-
ঠিক তখনই মৃত আত্মা জন্ম নেবে
নীল গোলাপের ফুল হয়ে;
আর সেই গোলাপে থাকবে না কোনো দুঃখ
কিংবা বিচ্ছেদের ঘটনা।
মানুষকে যদি ভালোবাসো
তবে তুমি নির্বাসন দাও আমাকে।
আমি গোলাপের কাঁটা হয়ে ঝরে যাবো
সকলের প্রিয় অবহেলার মানুষটি হয়ে।
তুমি আমাকে নির্বাসন দাও
মরুভূমির উষ্ণ বালির গায়,
বিরহে আমার সকল কান্না
শুষে নেবে মরুভূমির বালুরাশিতে।।
১৪/০৭/২০২১
তবু কেনো তারা সারাজীবন
ঝরিয়ে যায় দু-চোখের জল।
একদিন পৃথিবীতে যে মানুষ এসেছিল
বাঁচার আশায়; তবু কেনো আজ তারা
মৃত্যু চাই!!
যে তোমাকে তোয়াক্কা না করে চলে যায়
দূর সীমানার দিকে; তাঁহাকে তুমি ভালোবাসো?
পৃথিবীতে সব মানুষ গোলাপ ফুলের মতো জন্মায়:
কিন্তু যে গোলাপের বীজ মরুভূমিতে যায়
সেই গোলাপের জন্ম তখন
মরুভূমির তলেই লুপ্ত হয়।
একদিন অবহেলা পেতে পেতে যে মানুষটি
বাঁচার আশা ত্যাগ করেছিল;আজ সেই
মানুষটিকেই খুঁজে যায় সবাই,
হ্যাঁ ঠিক তাই সেই মানুষটি আজ সবার প্রিয়।
মানুষকে যদি নির্বাসন দাও
তবুও মানবের জয় রয়ে যায় আমরণে;
আমি বদ্ধ ঘরের জানালা দিতে চাই
দূর আকাশের গায়।
ঠিক শতযুগ পর আমার লেখা কবিতা
কোন্ এক কবি নবরূপ দেবে-
ঠিক তখনই মৃত আত্মা জন্ম নেবে
নীল গোলাপের ফুল হয়ে;
আর সেই গোলাপে থাকবে না কোনো দুঃখ
কিংবা বিচ্ছেদের ঘটনা।
মানুষকে যদি ভালোবাসো
তবে তুমি নির্বাসন দাও আমাকে।
আমি গোলাপের কাঁটা হয়ে ঝরে যাবো
সকলের প্রিয় অবহেলার মানুষটি হয়ে।
তুমি আমাকে নির্বাসন দাও
মরুভূমির উষ্ণ বালির গায়,
বিরহে আমার সকল কান্না
শুষে নেবে মরুভূমির বালুরাশিতে।।
১৪/০৭/২০২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রইস উদ্দিন খান আকাশ ২৫/০৭/২০২১সুন্দর
-
ডাঃঅলোক সরকার ২৫/০৭/২০২১এ যেন ছবিতে এপিটাফ।আসলে ছবির মধ্যেই প্রেমের বন্ধন দৃঢ়তর হয়।শুভেচ্ছা কবি।
-
ডাঃঅলোক সরকার ২৫/০৭/২০২১সুন্দর প্রকাশ।
-
নাসরীন আক্তার রুবি ২৫/০৭/২০২১অভিনব প্রকাশ
-
স্বপন রোজারিও (মাইকেল) ২৫/০৭/২০২১মনমাতানো সুন্দর।