www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবিতাই জীবন কবিতাই মরণ

আমার মরণ হবে কবিতার পাতায়
বিরহের কলমে কতই যন্ত্রণা
লিখতে গিয়ে আমার অদ্ভুত চোখ
কিছু যেন একটা খুঁজতে চাই!
আমার যত আশা ভালোবাসা
কবিতাই জীবন কবিতাই মরণ।


আমি মরে যাবো মনের সুখে
আমার যাবতীয় লেখার ভাবনা
কী যেন একটা খুঁজতে চাই!
আমার লেখার অজান্তেই।


আমি সত্যকে আকাশ ছুঁয়ে
দেখতে চায় হৃদয়ের ঘরে।
অসম্ভবকে সম্ভব করে
লিখতে চাই কবিতার মানে।


আমার মরণ হবে বিরহের কলমে
তবুও এ জীবন চলে যাবে
ফাগুনে ফোঁটা নতুন ফুলে,
আমার গোপনীয় রক্ত ক্ষরণে
গোলাপের পাপড়ি কেঁদে ওঠে
গ্রীষ্মের উষ্ণ ভরা দুপুরে।


আমি মরে যাবো বিষ পান করে
তবু মিথ্যা অপমানকে বুকে নিয়ে
ভেসে যাবো নদীর জলে
দিনেদিনে প্রতিদিনে।


আমি প্রকৃতির যন্ত্রণা দেখে
নিয়েছি গলায় ফাঁসির দড়ি,
বেদনার কলমকে সঙ্গী করে
কবিতায় বাঁচবো কবিতায় মরবো।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৭/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ডাঃঅলোক সরকার ২৪/০৭/২০২১
    কবিতাই কবির জীবন সমর।সৃষ্টির অনাবিল আনন্দে কবিই সৃষ্টি সুখের উল্লাসে রামধনু আঁকে বিভিন্ন রঙের বর্নছটায়।সুন্দর কবিতা।ভালো লাগলো।
  • কবিতাই জীবন-মরণ।
  • ভালো লাগলো।
  • ভাস্কর অনির্বাণ ২১/০৭/২০২১
    ভাল লগল কবি,শুভ কামনা
 
Quantcast