কবিতাই জীবন কবিতাই মরণ
আমার মরণ হবে কবিতার পাতায়
বিরহের কলমে কতই যন্ত্রণা
লিখতে গিয়ে আমার অদ্ভুত চোখ
কিছু যেন একটা খুঁজতে চাই!
আমার যত আশা ভালোবাসা
কবিতাই জীবন কবিতাই মরণ।
আমি মরে যাবো মনের সুখে
আমার যাবতীয় লেখার ভাবনা
কী যেন একটা খুঁজতে চাই!
আমার লেখার অজান্তেই।
আমি সত্যকে আকাশ ছুঁয়ে
দেখতে চায় হৃদয়ের ঘরে।
অসম্ভবকে সম্ভব করে
লিখতে চাই কবিতার মানে।
আমার মরণ হবে বিরহের কলমে
তবুও এ জীবন চলে যাবে
ফাগুনে ফোঁটা নতুন ফুলে,
আমার গোপনীয় রক্ত ক্ষরণে
গোলাপের পাপড়ি কেঁদে ওঠে
গ্রীষ্মের উষ্ণ ভরা দুপুরে।
আমি মরে যাবো বিষ পান করে
তবু মিথ্যা অপমানকে বুকে নিয়ে
ভেসে যাবো নদীর জলে
দিনেদিনে প্রতিদিনে।
আমি প্রকৃতির যন্ত্রণা দেখে
নিয়েছি গলায় ফাঁসির দড়ি,
বেদনার কলমকে সঙ্গী করে
কবিতায় বাঁচবো কবিতায় মরবো।।
বিরহের কলমে কতই যন্ত্রণা
লিখতে গিয়ে আমার অদ্ভুত চোখ
কিছু যেন একটা খুঁজতে চাই!
আমার যত আশা ভালোবাসা
কবিতাই জীবন কবিতাই মরণ।
আমি মরে যাবো মনের সুখে
আমার যাবতীয় লেখার ভাবনা
কী যেন একটা খুঁজতে চাই!
আমার লেখার অজান্তেই।
আমি সত্যকে আকাশ ছুঁয়ে
দেখতে চায় হৃদয়ের ঘরে।
অসম্ভবকে সম্ভব করে
লিখতে চাই কবিতার মানে।
আমার মরণ হবে বিরহের কলমে
তবুও এ জীবন চলে যাবে
ফাগুনে ফোঁটা নতুন ফুলে,
আমার গোপনীয় রক্ত ক্ষরণে
গোলাপের পাপড়ি কেঁদে ওঠে
গ্রীষ্মের উষ্ণ ভরা দুপুরে।
আমি মরে যাবো বিষ পান করে
তবু মিথ্যা অপমানকে বুকে নিয়ে
ভেসে যাবো নদীর জলে
দিনেদিনে প্রতিদিনে।
আমি প্রকৃতির যন্ত্রণা দেখে
নিয়েছি গলায় ফাঁসির দড়ি,
বেদনার কলমকে সঙ্গী করে
কবিতায় বাঁচবো কবিতায় মরবো।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃঅলোক সরকার ২৪/০৭/২০২১কবিতাই কবির জীবন সমর।সৃষ্টির অনাবিল আনন্দে কবিই সৃষ্টি সুখের উল্লাসে রামধনু আঁকে বিভিন্ন রঙের বর্নছটায়।সুন্দর কবিতা।ভালো লাগলো।
-
স্বপন রোজারিও (মাইকেল) ২১/০৭/২০২১কবিতাই জীবন-মরণ।
-
সাইয়িদ রফিকুল হক ২১/০৭/২০২১ভালো লাগলো।
-
ভাস্কর অনির্বাণ ২১/০৭/২০২১ভাল লগল কবি,শুভ কামনা