দুজনে
আমরা দুজনে একাকী মনে
অভিমানে দূরে গেছি চলে।
আকাশের তারাগুলি সেদিন
ব্যথাভরা রাত আমাদের উপহার দিয়ে ছিল!
তুমি আছো বহুদূরে
আমি আছি বহুদূরে
তবুও আমার মন
শুধু তোমারই কথা বলে।
দুজনে নির্জনে
কত পথ হয়েছিল চেনা,
আজ সে সব পথ হারিয়ে গেছে
খুঁজে পায়নি সে পথ আজও!
এ প্রেম এক অদ্ভুত প্রেম
শুধু দুজন কে দূরে যাওয়ার প্রেম!
এই পৃথিবীর সবুজ ঘাসে
ঘুমিয়ে গেছি আজ রাত্রে।
অভিমানে দূরে গেছি চলে।
আকাশের তারাগুলি সেদিন
ব্যথাভরা রাত আমাদের উপহার দিয়ে ছিল!
তুমি আছো বহুদূরে
আমি আছি বহুদূরে
তবুও আমার মন
শুধু তোমারই কথা বলে।
দুজনে নির্জনে
কত পথ হয়েছিল চেনা,
আজ সে সব পথ হারিয়ে গেছে
খুঁজে পায়নি সে পথ আজও!
এ প্রেম এক অদ্ভুত প্রেম
শুধু দুজন কে দূরে যাওয়ার প্রেম!
এই পৃথিবীর সবুজ ঘাসে
ঘুমিয়ে গেছি আজ রাত্রে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ভাস্কর অনির্বাণ ২১/০৭/২০২১ভালো লাগলো
-
কে. পাল ২০/০৭/২০২১Khub valo
-
ডাঃঅলোক সরকার ২০/০৭/২০২১"প্রেমিক তারেই মানি দিয়ে যায় শুধু
নেয় না কভু রিক্ত উভয় পানি।"সুন্দর... -
সাইয়িদ রফিকুল হক ২০/০৭/২০২১ভালো।
-
আমিনুল ইসলাম (রিয়াজ) ২০/০৭/২০২১"এ প্রেম এক অদ্ভুত প্রেম
শুধু দুজন কে দূরে যাওয়ার প্রেম!"
সুন্দর