এখানে নির্জনে
দেখলে তোকে পায় না খুঁজে
দূরে গেলে পায়
ঠিক কে আমি ভুল করি না
ভুল কে করি ঠিক।
এখানে নির্জনে
তোকে খুঁজে যায় অন্ধ হয়ে,
সামনে গেলে হারিয়ে যায় বনে-
মন ছুঁয়ে যায় নীরব বেশে।
চোখের তারায় বেজে ওঠে
তোর কানের ঐ দুল,
আমি মেঘের দেশে চিঠি লিখে
দুঃখ পেতে শুয়।
দূরে গেলে পায়
ঠিক কে আমি ভুল করি না
ভুল কে করি ঠিক।
এখানে নির্জনে
তোকে খুঁজে যায় অন্ধ হয়ে,
সামনে গেলে হারিয়ে যায় বনে-
মন ছুঁয়ে যায় নীরব বেশে।
চোখের তারায় বেজে ওঠে
তোর কানের ঐ দুল,
আমি মেঘের দেশে চিঠি লিখে
দুঃখ পেতে শুয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ভাস্কর অনির্বাণ ১৯/০৭/২০২১ভাল। লাগল
-
সৌরভ ভূঞ্যা ১৭/০৭/২০২১হারিয়ে ফেলার পরে,
পেলেম তোমায় স্বপ্নে।
আমার এ বন্ধ দু' চোখ
খুলতে চায় না ভোর হবার ক্ষণে। -
তাবেরী ১৭/০৭/২০২১দারুণ
-
রেদওয়ান আহমেদ বর্ণ ১৭/০৭/২০২১বেশ লাগলো
-
সাইয়িদ রফিকুল হক ১৭/০৭/২০২১বেশ! বেশ!