আমাকে ভালোবেসে
আমাকে ভালোবেসে ছিল যে
সেই মেয়েটি কে?
ঢের বেশি অনেক সময়
দিন এসেছে আজ-
জানি আমি বহুদূরে চলে গেছে যে
দিন আসে দিনের তরে
ফিরে না তো সে!
ভাবনার কাছে শুয়ে থেকে
হৃদয় গিয়েছে আমার ক্ষ'য়ে
কী বা তাহার মায়া ভালোবাসে কে?
তুমি দিন হলে রাত হতাম আমি
আমাকে আমি ভালোবেসে-
তবুও তো প্রেম আছে জীবনে।
আমাকে না জানিয়ে চলে গেছে যে
সেই মেয়েটি কে ভালোবাসে কে?
আমি তোমায় ভালোবেসেছি তাই
তোমার মনের মাঝে মিশে আছি আজও
বুঝেছি পৃথিবীর সীমানা অন্ধের লীন;
মানুষ নয় তো সভ্যতাতে প্রাচীর ঘেরা পিরামিড
আমাকে ভালোবেসে হয়েছে সে;মমির সমাধি।।
০৪/০৭/২১
সেই মেয়েটি কে?
ঢের বেশি অনেক সময়
দিন এসেছে আজ-
জানি আমি বহুদূরে চলে গেছে যে
দিন আসে দিনের তরে
ফিরে না তো সে!
ভাবনার কাছে শুয়ে থেকে
হৃদয় গিয়েছে আমার ক্ষ'য়ে
কী বা তাহার মায়া ভালোবাসে কে?
তুমি দিন হলে রাত হতাম আমি
আমাকে আমি ভালোবেসে-
তবুও তো প্রেম আছে জীবনে।
আমাকে না জানিয়ে চলে গেছে যে
সেই মেয়েটি কে ভালোবাসে কে?
আমি তোমায় ভালোবেসেছি তাই
তোমার মনের মাঝে মিশে আছি আজও
বুঝেছি পৃথিবীর সীমানা অন্ধের লীন;
মানুষ নয় তো সভ্যতাতে প্রাচীর ঘেরা পিরামিড
আমাকে ভালোবেসে হয়েছে সে;মমির সমাধি।।
০৪/০৭/২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।