একটি কথা দাও
একটি কথা দাও...
তুমি আমারে ভালোবেসে
আকাশ বাতাস মরু পাহাড়
সাগরের মতো; করে।
বিকেলের নক্ষত্রের আলোয়
আমার মরণ আসিয়াছে
একটি কথা দাও তুমি
চঞ্চল দীপশিখার আলো হতে
গহীন অন্ধকারের সততার মতো করে।
শোনা গেলো দূর প্রান্তরের বুকে
রাত'কে পাহারা করে
নির্মল মেঘের ছোটাছুটি,
একটি কথা দাও তুমি
গাছের আটকে রাখা শিকড়ের মতো করে।
বিষন্ন সভ্যতার ইতিহাস
বন্দিশালার কারাগারে
রাজকুমার রাজত্ব করেছিল যেখানে,
একটি কথা দাও তুমি
বৃষ্টির ঢেউখেলানো রাশির মতো করে।
বনানীর শাল-চন্দনের পাতা হতে
শিশিরের সোনালী রোদ্দুরের
মিষ্টি হাসির মতো করে
রামধনুর সাতটি রঙে
একটি কথা দাও তুমি আমারে।।
০২/০৭/২১
তুমি আমারে ভালোবেসে
আকাশ বাতাস মরু পাহাড়
সাগরের মতো; করে।
বিকেলের নক্ষত্রের আলোয়
আমার মরণ আসিয়াছে
একটি কথা দাও তুমি
চঞ্চল দীপশিখার আলো হতে
গহীন অন্ধকারের সততার মতো করে।
শোনা গেলো দূর প্রান্তরের বুকে
রাত'কে পাহারা করে
নির্মল মেঘের ছোটাছুটি,
একটি কথা দাও তুমি
গাছের আটকে রাখা শিকড়ের মতো করে।
বিষন্ন সভ্যতার ইতিহাস
বন্দিশালার কারাগারে
রাজকুমার রাজত্ব করেছিল যেখানে,
একটি কথা দাও তুমি
বৃষ্টির ঢেউখেলানো রাশির মতো করে।
বনানীর শাল-চন্দনের পাতা হতে
শিশিরের সোনালী রোদ্দুরের
মিষ্টি হাসির মতো করে
রামধনুর সাতটি রঙে
একটি কথা দাও তুমি আমারে।।
০২/০৭/২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ মুসা খান ০৪/০৭/২০২১চমৎকার
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ০৩/০৭/২০২১সুন্দর লেখনী।
-
সুসঙ্গ শাওন ০৩/০৭/২০২১চমৎকার কবিতা। ভালো লাগলো
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৩/০৭/২০২১কথা দাও ভালোবাসার
দেখা হবে আবার। -
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৩/০৭/২০২১সুন্দর
-
ফয়জুল মহী ০৩/০৭/২০২১নানন্দিক কাব্যশৈলী I অনন্য, আর অনাবিল সুন্দর কথা I
-
সাইয়িদ রফিকুল হক ০২/০৭/২০২১ভালো।