সময়ের শহর
কবিতার নাম-সময়ের শহর
লেখক-অভিজিৎ হালদার
তারিখ_২৬/০৬/২১
সময়ের ব্যস্ত শহরে
চলন্ত গাড়ি ঘন ঘন।
ঘুমহীন ব্যস্ত শহর
বেড়ে উঠছে দিনে দিনে।
বিদ্যুতের তার ছুঁয়ে
আসছে কত রেলগাড়ি
সবই আজ উড়ন্ত পাহাড়
সময়ের ব্যস্ত শহরে।
ব্যস্ত শহরের অলিগলিতে
বড়ো বড়ো রাজপথে
হাজার হাজার মানুষের সমাবেশ,
বিমান উড়ছে আকাশ হতে।
বরফের নদী বেয়ে
ফিরছে জাহাজ বন্দরে বন্দরে।
দিন রাত্রি সমান করে
উড়ছে ধোঁয়া কলকারখানা'তে।
সময়ের ব্যস্ত শহরে
লেখা হয় অতীত ইতিহাস
নীল ডায়েরির উপন্যাসে
পুণ্য হয় নীল আকাশ।
লেখক-অভিজিৎ হালদার
তারিখ_২৬/০৬/২১
সময়ের ব্যস্ত শহরে
চলন্ত গাড়ি ঘন ঘন।
ঘুমহীন ব্যস্ত শহর
বেড়ে উঠছে দিনে দিনে।
বিদ্যুতের তার ছুঁয়ে
আসছে কত রেলগাড়ি
সবই আজ উড়ন্ত পাহাড়
সময়ের ব্যস্ত শহরে।
ব্যস্ত শহরের অলিগলিতে
বড়ো বড়ো রাজপথে
হাজার হাজার মানুষের সমাবেশ,
বিমান উড়ছে আকাশ হতে।
বরফের নদী বেয়ে
ফিরছে জাহাজ বন্দরে বন্দরে।
দিন রাত্রি সমান করে
উড়ছে ধোঁয়া কলকারখানা'তে।
সময়ের ব্যস্ত শহরে
লেখা হয় অতীত ইতিহাস
নীল ডায়েরির উপন্যাসে
পুণ্য হয় নীল আকাশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুসঙ্গ শাওন ০৩/০৭/২০২১বেশ হয়েছে
-
রমজান বিন শাহজাহান ২৯/০৬/২০২১অসাধারণ
-
Md. Rayhan Kazi ২৯/০৬/২০২১অনন্য লেখনশৈলী
-
মাহতাব বাঙ্গালী ২৯/০৬/২০২১অস্তিত্বশীল সবকিছুই ব্যস্ত
সময়ের ব্যস্ত শহরে -
ফয়জুল মহী ২৯/০৬/২০২১চমৎকার বুনন কৌশল সত্যি প্রশংসনীয়
-
আলমগীর সরকার লিটন ২৯/০৬/২০২১চমৎকার