ছড়া ২
জান আমি কে?
ডানা ছাড়া ওড়ে বেড়াই,
আকাশ পানেতে।
বলতো দেখি কি?
সেরা সৃষ্টি একটি জীবন,
মিশন আছে যে!
বুঝকি তবে কেন?
মানতে হবে খোদার আদেশ,
পুরস্কার পাই যেন।
না মানলে কি হবে?
ক্ষতি সবই নিজের হবে,
কষ্ট আছে হে!
ডানা ছাড়া ওড়ে বেড়াই,
আকাশ পানেতে।
বলতো দেখি কি?
সেরা সৃষ্টি একটি জীবন,
মিশন আছে যে!
বুঝকি তবে কেন?
মানতে হবে খোদার আদেশ,
পুরস্কার পাই যেন।
না মানলে কি হবে?
ক্ষতি সবই নিজের হবে,
কষ্ট আছে হে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ১৩/০১/২০১৭প্রিয় কবির জন্য শুভেচ্ছা ও শ্রদ্ধা থাকলো।
-
গুরুপদ নেয়ে ১৩/০১/২০১৭VERY GOOD.
-
আমি-তারেক ১৩/০১/২০১৭valo hoyechey...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৩/০১/২০১৭শুভেচ্ছা।
-
আব্দুল হক ১২/০১/২০১৭সুন্দর সুন্দর কবিতা !