চুরের গাও পীরের গাও
বাংলাদেশের সব পীরের গাও কিংবা পীরের বাজারের কথা বলছি না। আমার এ কাল্পনিক এ গ্রামের বর্ণনা এরকম, এক গ্রামে অনেক বেশী চোর ছিল। কিন্তু তারা কেউ গ্রামে চুরি করত না। তাই গ্রামের মানুষ এসব চুরদের চিনলেও বেশ ঘৃণা করতেন না। তারা গ্রামের চুরদের পীর বলে ডাকতেন। এভাবে চুরের (পীরের) সংখ্যা যখন আশঙ্খাজনকভাবে বেড়ে গেল তখন গ্রামের নাম পীরের (চুরের) গাও হয়ে যায়। কয়েক যুগ এভাবে চলে যাওয়ার পর, সাধারণ মানুষ চোর শব্দটি মন থেকে হারিয়ে (ভূলে) ফেলে এবং পীরের গাও নামকরন স্থায়ী হয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।