আজব
কালু মিয়ার মস্ত হাতি
কোমড় দুলিয়ে নাচে
দেখলে কেউ মুখ লুকিয়ে
মিটমিটিয়ে হাসে।
হিরোমার্কা গরুটা তার
চশমা চোখে দিয়ে
আনতে চায় নায়িকা
তারার দেশে গিয়ে।
প্যাঁচামুখী মুরগিটা তার
ম্যাঁও ম্যাঁও ডাকে
নিয়মিত ফুটবল খেলে
পড়াশোনার ফাঁকে।
ছাগল-ভেড়া কাঁধ লাগিয়ে
পাঠশালাতে যায়
স্যারের গায়ে বমি করে
তিড়িং বিড়িং লাফায়।
ছ্যাঁদলা পড়া হলুদ দাঁতে
কালু মিয়া বলে,
"অনেক কিছু দেখতে পাবে
আমার কাছে এলে"।
কোমড় দুলিয়ে নাচে
দেখলে কেউ মুখ লুকিয়ে
মিটমিটিয়ে হাসে।
হিরোমার্কা গরুটা তার
চশমা চোখে দিয়ে
আনতে চায় নায়িকা
তারার দেশে গিয়ে।
প্যাঁচামুখী মুরগিটা তার
ম্যাঁও ম্যাঁও ডাকে
নিয়মিত ফুটবল খেলে
পড়াশোনার ফাঁকে।
ছাগল-ভেড়া কাঁধ লাগিয়ে
পাঠশালাতে যায়
স্যারের গায়ে বমি করে
তিড়িং বিড়িং লাফায়।
ছ্যাঁদলা পড়া হলুদ দাঁতে
কালু মিয়া বলে,
"অনেক কিছু দেখতে পাবে
আমার কাছে এলে"।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ তারেক ২২/১০/২০১৪ঝটপট কালু মিয়ার ঠিকানাটা দিনতো, আজব কিছু দেখে আসি! পুর্বোক্ত মন্তব্যের সাথে আমিও একমত। ছন্দ পতন.....
-
মনিরুজ্জামান শুভ্র ২২/১০/২০১৪সুকুমার রায়ের ছড়ার কথা মনে পড়ে গেল । অনেক ভাল লাগলো ।
-
কৌশিক আজাদ প্রণয় ২২/১০/২০১৪অনুপ্রাস যথার্থ হলেও ছন্দ কোথাও কোথাও খেই হারিয়েছে। নৈরাজ্যময় দেশকে প্রতিনিধিত্ব করে কালু মিয়া আর দেশের শিক্ষা, সংস্কৃতি , ক্রীড়া প্রভৃতির মান অধঃপতনের দিকে । কবিতাটি রুপকভাবে বিদ্রূপাত্মক হলেও এই বোধটি যথার্থ ভাবেই প্রতিষ্ঠা পেয়েছে। কবিকে অভিনন্দন এমন নান্দনিক সৃষ্টির স্রস্টা হওয়ার জন্য।
-
অনিরুদ্ধ বুলবুল ২১/১০/২০১৪কালু মিয়ার কেরামতি বেশ হয়েছে তবে কোথাও কোথাও ছন্দ পতন। আবার ঘষামাজা করলে তা ও ঠিক হয়ে যাবে আশা করি।
অভিনন্দন! -
মেহেদী হাসান (নয়ন) ২১/১০/২০১৪valoyto likhcen kobi. amar golpo gulo porar amontron roylo kobi