www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অধম মধ্যম উত্তম

অধম মধ্যম উত্তম
আব্দুল মান্নান মল্লিক
( ১ ) কোনো এক ব্যক্তি , যে ব্যক্তি অপরকে ঠকিয়ে দশ হাজার টাকার ধান্দা করলো। হঠাৎ ঐ ব্যক্তি রোগাক্রান্ত হয়ে পড়ে। ডাক্তার ও ঔষধ পত্রে বিশ হাজার টাকা খরচা করে রোগমুক্ত হল। সে মনেমনে ভাবতে লাগলো, লোক ঠকানো ঐ দশ হাজার টকা যদি না থাকতো, তাহলে আমি রোগমুক্ত হতে পারতাম না। অকালেই মৃত্যুকে মেনে নিতে হতো। আমার কাছে ছিল মাত্র দশ হাজার টাকা।
( ২ ) ঐ রকম এক অপর ব্যক্তি, তারও একই হাল হয়েছিল, কিন্ত এই ব্যক্তি অনুতপ্ত হল ও ভাবতে লাগলো, এটা আমার পাপের ফল, লোক ঠকিয়ে দশ হাজার টাকার ধান্দা যদি না করতাম, তাহলে আমার কোনো রোগই হতো না। আমার নিজস্ব দশ হাজার টাকা আমার কাছেই থেকে যেতো।
( ৩ ) অন্য এক ব্যক্তি সে ভাবতে লাগলো , আমি ভালোই আছি। ঐ দুই ধরণের প্রতারক, আমি কাউকেই পছন্দ করিনা।

( একটা ঘটনাকে কেন্দ্র করে, যে যেমন প্রকৃতির ব্যক্তি, সে সেইরকমই মন্তব্য করে বসে। )

১ নং অধম, ২ নং মধ্যম, ৩ নং উত্তম।
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ১১৬৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০১/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast