অধম মধ্যম উত্তম
অধম মধ্যম উত্তম
আব্দুল মান্নান মল্লিক
( ১ ) কোনো এক ব্যক্তি , যে ব্যক্তি অপরকে ঠকিয়ে দশ হাজার টাকার ধান্দা করলো। হঠাৎ ঐ ব্যক্তি রোগাক্রান্ত হয়ে পড়ে। ডাক্তার ও ঔষধ পত্রে বিশ হাজার টাকা খরচা করে রোগমুক্ত হল। সে মনেমনে ভাবতে লাগলো, লোক ঠকানো ঐ দশ হাজার টকা যদি না থাকতো, তাহলে আমি রোগমুক্ত হতে পারতাম না। অকালেই মৃত্যুকে মেনে নিতে হতো। আমার কাছে ছিল মাত্র দশ হাজার টাকা।
( ২ ) ঐ রকম এক অপর ব্যক্তি, তারও একই হাল হয়েছিল, কিন্ত এই ব্যক্তি অনুতপ্ত হল ও ভাবতে লাগলো, এটা আমার পাপের ফল, লোক ঠকিয়ে দশ হাজার টাকার ধান্দা যদি না করতাম, তাহলে আমার কোনো রোগই হতো না। আমার নিজস্ব দশ হাজার টাকা আমার কাছেই থেকে যেতো।
( ৩ ) অন্য এক ব্যক্তি সে ভাবতে লাগলো , আমি ভালোই আছি। ঐ দুই ধরণের প্রতারক, আমি কাউকেই পছন্দ করিনা।
♥
( একটা ঘটনাকে কেন্দ্র করে, যে যেমন প্রকৃতির ব্যক্তি, সে সেইরকমই মন্তব্য করে বসে। )
♥
১ নং অধম, ২ নং মধ্যম, ৩ নং উত্তম।
আব্দুল মান্নান মল্লিক
( ১ ) কোনো এক ব্যক্তি , যে ব্যক্তি অপরকে ঠকিয়ে দশ হাজার টাকার ধান্দা করলো। হঠাৎ ঐ ব্যক্তি রোগাক্রান্ত হয়ে পড়ে। ডাক্তার ও ঔষধ পত্রে বিশ হাজার টাকা খরচা করে রোগমুক্ত হল। সে মনেমনে ভাবতে লাগলো, লোক ঠকানো ঐ দশ হাজার টকা যদি না থাকতো, তাহলে আমি রোগমুক্ত হতে পারতাম না। অকালেই মৃত্যুকে মেনে নিতে হতো। আমার কাছে ছিল মাত্র দশ হাজার টাকা।
( ২ ) ঐ রকম এক অপর ব্যক্তি, তারও একই হাল হয়েছিল, কিন্ত এই ব্যক্তি অনুতপ্ত হল ও ভাবতে লাগলো, এটা আমার পাপের ফল, লোক ঠকিয়ে দশ হাজার টাকার ধান্দা যদি না করতাম, তাহলে আমার কোনো রোগই হতো না। আমার নিজস্ব দশ হাজার টাকা আমার কাছেই থেকে যেতো।
( ৩ ) অন্য এক ব্যক্তি সে ভাবতে লাগলো , আমি ভালোই আছি। ঐ দুই ধরণের প্রতারক, আমি কাউকেই পছন্দ করিনা।
♥
( একটা ঘটনাকে কেন্দ্র করে, যে যেমন প্রকৃতির ব্যক্তি, সে সেইরকমই মন্তব্য করে বসে। )
♥
১ নং অধম, ২ নং মধ্যম, ৩ নং উত্তম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিযান পাল ০৫/০২/২০১৬
-
ধ্রুব রাসেল ২২/০১/২০১৬ঠিক বলেছেন।
মাঝে থাকে অদৃশ্য কোনও হাত ;
একই ছবি ধরে না কিন্তু দর্পণ
আলো-ছায়া কৌণিক দৃষ্টি-পাত ।