শীত রঙ্গ
শীত রঙ্গ
আব্দুল মান্নান মল্লিক
রোদ ঝিকি-মিকি নীহার গাত্রের চমক,
হীরা মনে ভাবি লাগিছে নয়নে ঝলক।
নানা রঙের সাজে প্রভাত কালের রবি,
ধরনী হয়েছে রঙিন সোনালি সাজের ছবি।
গোধূম শৃঙ্গে বুঝি চমকিছে মুক্তো দানা,
শিশিরে ছিটানো কিরণ শত রঙের কণা।
কাঁপিয়া জমির বাঁধে চলেছে চাষী কেতনে,
দূর্বল সংসার মাঝে অঙ্গেতে চাদর ছেদনে।
লূতাতন্তুর বেড়াজাল জড়িয়ে সারা গায়ে,
দুর্বায় জমানো শিশির সিক্ত করেছে পায়ে।
চলেছে গাছাল রিয়াছ প্রাতে খাজুর বাগান,
ভাবিনু জিগায় কিছু দিলনা চিৎকারে কান।
বাঁধিয়া পশ্চাতে ঝাঁপি শাণিত কাটারি হাতে,
স্কন্ধে মাটির কলস কাছিটাও ছিলো সাথে।
জনা কতক ছেলে চাটাল রাস্তার ধারে,
পোহায় তারা অগ্নিতাপ বসেছে বৃত্তাকারে
বাগান, জমিন মাঝে কোথাও ছাদের পরে,
হিমেলের ফুল ফুটে ধাঁধাঁয় চক্ষু মনোহরে।
গগন মরুৎ সুরভিত হিমেল ফুলের সুবাস,
গুঞ্জন উড়িছে ফুলে চুষিতে ব্যগ্র নির্যাস।
লাউ ধরেছে গাছে শাক সবজির মাঠে,
দূরের মাঠের চাষী ধানের বোঝায় হাঁটে।
শীতের ভোরে ওঠে বধুদের ভাঙে ঘুম,
সাড়া জাগে পাড়ায় পিঠে পায়েসের ধুম।
আব্দুল মান্নান মল্লিক
রোদ ঝিকি-মিকি নীহার গাত্রের চমক,
হীরা মনে ভাবি লাগিছে নয়নে ঝলক।
নানা রঙের সাজে প্রভাত কালের রবি,
ধরনী হয়েছে রঙিন সোনালি সাজের ছবি।
গোধূম শৃঙ্গে বুঝি চমকিছে মুক্তো দানা,
শিশিরে ছিটানো কিরণ শত রঙের কণা।
কাঁপিয়া জমির বাঁধে চলেছে চাষী কেতনে,
দূর্বল সংসার মাঝে অঙ্গেতে চাদর ছেদনে।
লূতাতন্তুর বেড়াজাল জড়িয়ে সারা গায়ে,
দুর্বায় জমানো শিশির সিক্ত করেছে পায়ে।
চলেছে গাছাল রিয়াছ প্রাতে খাজুর বাগান,
ভাবিনু জিগায় কিছু দিলনা চিৎকারে কান।
বাঁধিয়া পশ্চাতে ঝাঁপি শাণিত কাটারি হাতে,
স্কন্ধে মাটির কলস কাছিটাও ছিলো সাথে।
জনা কতক ছেলে চাটাল রাস্তার ধারে,
পোহায় তারা অগ্নিতাপ বসেছে বৃত্তাকারে
বাগান, জমিন মাঝে কোথাও ছাদের পরে,
হিমেলের ফুল ফুটে ধাঁধাঁয় চক্ষু মনোহরে।
গগন মরুৎ সুরভিত হিমেল ফুলের সুবাস,
গুঞ্জন উড়িছে ফুলে চুষিতে ব্যগ্র নির্যাস।
লাউ ধরেছে গাছে শাক সবজির মাঠে,
দূরের মাঠের চাষী ধানের বোঝায় হাঁটে।
শীতের ভোরে ওঠে বধুদের ভাঙে ঘুম,
সাড়া জাগে পাড়ায় পিঠে পায়েসের ধুম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রুহুল আমীন রৌদ্র. ২৫/১১/২০১৫
বেশ মনমুগ্ধকর ছন্দ, সাবলীল প্রয়াস।
মুুগ্ধ হলাম।