www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিচার মঞ্চ

বিচার মঞ্চ 

আব্দুল মান্নান মল্লিক 

সচ্ছতা রাখিও তুমি বাগিচা আপনারে।
আগাছায় ভরেনা যেন ঢাকেনা তিমিরে।।
অবারিত রাখিবে সদা বাগানের দ্বার।
রহিবে প্রবেশ মুক্ত দেবতার অধিকার।।
অবহিতে রহিবে রক্ষক হইয়া চৌকিদার।
অসুরেরা হেরিলে তোমায় ছোঁবেনা দ্বার।।
প্রবেশিবে ফুলের অনশ্বর, রক্ষিবে তারে।
সুরের রূপেতে পাইলে শয়তান অসুরে।।
ভাঙিয়া করিবে অনিত্য ফুলেরই দল।
প্রবেশিলে অসুর বাগে আশার বিফল।।
সৃজন করিলে মণ্ডপ বাগানের মাঝে।
নিরপেক্ষ হইবে বিচার বিবেকের কাছে।।
বাহিরে বানালে পুতুল হস্তেরই রেখায়।
প্রণেতার আসনে বসে পাইবে কি রেহাই?
অন্তরেতে ক্ষতের চিহ্ন বাহিরে বিলেপন।
হইবে কি আরোগ্য তোমার অন্তরের দহন।।
খুলিবে যেদিন আপনার অভ্যন্তর নয়ন।
হইবে সেদিন তোমার সিদ্ধিলাভ পূরণ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৩৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১১/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • Md. Ashik Hossain Rone ০৫/১১/২০১৫
    ভাল লিখেছেন
  • চমৎকার লাগলো । শিরোনামটা ঠিক করে নিবেন ।
  • ঋজু কবি ০২/১১/২০১৫
    খুব সুন্দর কবিতা । কবিতার শিরোনামে বানান ভুল আছে । ঠিক করে নেবেন..।
 
Quantcast