ইচ্ছে
ইচ্ছে
আব্দুল মান্নান মল্লিক
গাও কেন দোয়েল পাখি আতা গাছের ডালে,
এসনা একবার কাছে আমার চুম্বন দিই গালে।
তোমার মতো বন্ধু যদি পেতাম আমার কাছে,
সমর্পিয়া দিতাম তোমায় যতটুকু মোর আছে।
তোমার ছোঁয়ায় পেতাম যদি ধন্য হতাম মনে,
আকাশ বাতাস ভরে দিতে মিস্টি সুরের গানে।
মুক্ত হাওয়ায় ভাসিয়ে দিলে মিস্টি বাঁশির সুর,
বাঁধা বিহীন কন্ঠের আওয়াজ যাবে অনেক দূর।
বুকের পিছন রঙটা সাদা পিঠের উপর কালো,
মধুর সুরের গানটি শুনে ঘর লাগেনা ভালো।
বন্ধু তুমি শিখলে কোথায় মিস্টি কণ্ঠের গান,
যাবে সেথা নিয়ে আমায় মন করে আনচান।
ধরিয়ে দিও গানটি তোমার শিখতে ইচ্ছা করে,
মায়ের কাছে গাইবো যখন করবে আদর মোরে।
টেরা চোখে তাকিয়ে কেন আমার দিকে চেয়ে,
বুঝতে নারী ভাষা তোমার অবুঝ মনটা দিয়ে।
আব্দুল মান্নান মল্লিক
গাও কেন দোয়েল পাখি আতা গাছের ডালে,
এসনা একবার কাছে আমার চুম্বন দিই গালে।
তোমার মতো বন্ধু যদি পেতাম আমার কাছে,
সমর্পিয়া দিতাম তোমায় যতটুকু মোর আছে।
তোমার ছোঁয়ায় পেতাম যদি ধন্য হতাম মনে,
আকাশ বাতাস ভরে দিতে মিস্টি সুরের গানে।
মুক্ত হাওয়ায় ভাসিয়ে দিলে মিস্টি বাঁশির সুর,
বাঁধা বিহীন কন্ঠের আওয়াজ যাবে অনেক দূর।
বুকের পিছন রঙটা সাদা পিঠের উপর কালো,
মধুর সুরের গানটি শুনে ঘর লাগেনা ভালো।
বন্ধু তুমি শিখলে কোথায় মিস্টি কণ্ঠের গান,
যাবে সেথা নিয়ে আমায় মন করে আনচান।
ধরিয়ে দিও গানটি তোমার শিখতে ইচ্ছা করে,
মায়ের কাছে গাইবো যখন করবে আদর মোরে।
টেরা চোখে তাকিয়ে কেন আমার দিকে চেয়ে,
বুঝতে নারী ভাষা তোমার অবুঝ মনটা দিয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মায়নুল হক ২৮/০৬/২০১৫
-
অ ২৬/০৬/২০১৫সুন্দর ছান্দিক ।
-
সাইদুর রহমান ২০/০৬/২০১৫সুন্দর কবিতা।
আপনার ছবিটিও বেশ। -
জে এস সাব্বির ২০/০৬/২০১৫ভাল লাগল ।
-
T s J ১৯/০৬/২০১৫Nice
-
রইস উদ্দিন খান আকাশ ১৯/০৬/২০১৫বেশ সুন্দর, শুভকামনা
ভালো।।
বন্ধু তুমি শিখলে কোথায় মিস্টি
কণ্ঠের গান। ভালো লাগলো কবি শুভসকাল