www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আশা নিরাশা

আশা নিরাশা

আব্দুল মান্নান মল্লিক

কাঠবিড়ালি আর খেওনা একলা পাকা আম।
দেখে তোমায় করবে তাড়া গাছে আছে ভাম।।
শুনলে পরে আমার কথা বলবেনা আর কিছু।
আমাকে ভাম বন্ধু মানে ছাড়বে তোমার পিছু।।
দাওনা মোরে একটি আম দেখতে যেটা লাল।
যখন খুশী আসবে তুমি আবার আসবে কাল।।
হিতাকাংখী পারতাম হতে যদি তোমার সাথে।  
তাজা ফলটি খেতাম আর থাকতে তুমি মাথে।।
নির্দয় কেন হৃদয় তোমার মমতা তোমার নাই।
আশায় আশায় গাছের নিচে এবার দিবে তাই।।
কাল বিলম্ব অনেক হল হিংসুটে তোমার প্রাণ।
পরের গাছের করছ হরণ তুমি একটা বেঈমান।।
কয়েদ শালায় ছিলে বুঝি কাহারো যেন হাতে।
হস্তাঙ্গুলির রেখা চিত্র আছে এখনো পশ্চাতে।।
বলতে তোমার লজ্জা কেন হয়তো করেছ চুরি।
আর যাবেনা চুরিতে কখনো বল দুই কান ধরি।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯০৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/০৬/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুদীপ দেবনাথ ০৮/০৬/২০১৫
    অসাধারন লেখনী, কবি!
  • সাইদুর রহমান ০৬/০৬/২০১৫
    বাহ খুব সুন্দর কাব্য।
  • valo laglo :)
  • দ্বীপ সরকার ০৫/০৬/২০১৫
    ভালো।
  • একনিষ্ঠ অনুগত ০৩/০৬/২০১৫
    অনেক সুন্দর লিখেছেন কবি... দারুণ লাগলো।
  • ভারতী ধর ০৩/০৬/২০১৫
    খুব ভালো লাগলো
 
Quantcast