www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রসগোল্লার বিচি

রসগোল্লার বিচি

আব্দুল মান্নান মল্লিক

বলতে লজ্জায় মরি তবু না বললে নয়।
রসগোল্লার বিচি আবার কেমন রূপে হয়?
অবাক ছেলের নামটি ছিল তপন কুমার রায়।
মরছে রোগে তবুও তপন ঔষধ নাহি খায়।।
দাদুর সাথে ছিল তার অতীব ভালবাসা।
তাইতো ভেবে সবে মিলে পেল অধিক আশা।।
দাদু ভাবলো রসগোল্লায় ঔষধ দিব পুরে।
না দেখিয়া খেয়ে ফেলবে অতি তাড়া করে।।
দেখে যদি থাকে তপন রসগোল্লায় এ-কি।
বলবো আমরা সবে মিলে রসগোল্লার বিচি।।
এইতো ভেবে তপন রায়কে দাদুর কাছে দি।
অবাক ছেলে বললে দাদু আমায় বলবে কি?
দাদু বললে শোনরে তপন ভালবাসি তোরে।
রসগোল্লাটি খেয়ে ফেল অতি তাড়া করে।।
শুনে তপন বললে দাদু আড়ালে গিয়ে খাব।
মানতে যদি না পারতো আবার পালিয়ে যাব।।
অবাক ছেলে দাদুকে বলে ঘরের পিছে গেল।
রসগোল্লাটি খেয়ে আবার দাদুর কাছে এল।।
দাদু বলে খেয়েছ তপন রসগোল্লাটি সম্পূর্ণ।
নইলে তোমার মারের চোটে করবো মাথা চূর্ণ।।
অবাক ছেলে বললে দাদু রসগোল্লাটা খেয়ে।
গাছ বেরোবে আশা করি বিচিটা পুঁতে দিয়ে।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৫/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভারতী ধর ০৩/০৬/২০১৫
    বেশ মজার কবিতা
  • আবিদ আল আহসান ২৬/০৫/২০১৫
    Ha hq
  • স্বাধীন আমিনুল ইসলাম ২৩/০৫/২০১৫
    অনেক মজার কবিতা। পড়ে ভকাল লাগল ,কবিক ধন্যবাদ।
  • বেশ মজা পেলাম।
  • বেশ মজার একটি কবিতা পড়ে তৃপ্তি পেলাম :)
 
Quantcast