হয়তো সেদিন থাকবে না তুমি
হয়তো সেদিন থাকবে না তুমি !!!
তুমি নিজেও একজন বড় স্বার্থপর। কেন তুমি একবার ভাবছ না, তোমার পরবর্তী প্রজন্মের, অর্থাৎ তোমার সন্তানদের ভবিষ্যৎ।
তুমি যে দুর্নীতির রাস্তা হাঁটছ, কেন? বিশাল ধনী হবে, তাই না?
আজ তুমি ক্ষমতার অধিকার পেয়ে, এই ক্ষমতাকে অবৈধ ভাবে কাজে লাগাচ্ছ, কেন? অনেক মুনাফা লুটে ধনী হবে, তাই না?
আগুন লাগিয়ে দিয়ে জল বিক্রি করছ, কেন? অনেক মুনাফা লুটে ধনী হবে, তাই না?
বিষ খাইয়ে দিয়ে চিকিৎসা করছ, কেন? অনেক পয়সা উপার্জন করে ধনী হবে, তাই না?
দেশে হাঙ্গামা লাগিয়ে দিয়ে ওকালতি করছ, কেন? অনেক অবৈধ আয় বাড়িয়ে ধনী হবে, তাই না?
না--না আমি জবাব চাইবার কে? জবাব চাইবে তোমার নিজের সন্তানেরা, অর্থাৎ তোমার পরবর্তী প্রজন্ম। কারণ তাদেরই ভবিষ্যৎ সুখের জন্য অবৈধ কাজ করেছ। একবার জোর দিয়ে বলতে পারবে? তাদের ভবিষ্যতে তারা সুখী হবে? কিন্তু তুমি যে দুরনিতীর বাগান তৈরী করে যাচ্ছ, একদিন তোমারই পরবর্তী প্রজন্মের সন্তানেরা এই দুর্নীতির সম্মুখে পড়বে ? তোমার চোখের সামনে নিশ্চয়ই তুমি সহ্য করতে পারতে না।
সেদিন হয়তো তুমি থাকবে না!
তুমি নিজেও একজন বড় স্বার্থপর। কেন তুমি একবার ভাবছ না, তোমার পরবর্তী প্রজন্মের, অর্থাৎ তোমার সন্তানদের ভবিষ্যৎ।
তুমি যে দুর্নীতির রাস্তা হাঁটছ, কেন? বিশাল ধনী হবে, তাই না?
আজ তুমি ক্ষমতার অধিকার পেয়ে, এই ক্ষমতাকে অবৈধ ভাবে কাজে লাগাচ্ছ, কেন? অনেক মুনাফা লুটে ধনী হবে, তাই না?
আগুন লাগিয়ে দিয়ে জল বিক্রি করছ, কেন? অনেক মুনাফা লুটে ধনী হবে, তাই না?
বিষ খাইয়ে দিয়ে চিকিৎসা করছ, কেন? অনেক পয়সা উপার্জন করে ধনী হবে, তাই না?
দেশে হাঙ্গামা লাগিয়ে দিয়ে ওকালতি করছ, কেন? অনেক অবৈধ আয় বাড়িয়ে ধনী হবে, তাই না?
না--না আমি জবাব চাইবার কে? জবাব চাইবে তোমার নিজের সন্তানেরা, অর্থাৎ তোমার পরবর্তী প্রজন্ম। কারণ তাদেরই ভবিষ্যৎ সুখের জন্য অবৈধ কাজ করেছ। একবার জোর দিয়ে বলতে পারবে? তাদের ভবিষ্যতে তারা সুখী হবে? কিন্তু তুমি যে দুরনিতীর বাগান তৈরী করে যাচ্ছ, একদিন তোমারই পরবর্তী প্রজন্মের সন্তানেরা এই দুর্নীতির সম্মুখে পড়বে ? তোমার চোখের সামনে নিশ্চয়ই তুমি সহ্য করতে পারতে না।
সেদিন হয়তো তুমি থাকবে না!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জাহিদুর রহমান ২৭/০৫/২০১৫সুন্দর লিখেছেন ।
-
আবিদ আল আহসান ২৬/০৫/২০১৫Nice
-
সৈয়দ আলি আকবর, ২৩/০৫/২০১৫টাকা ...।
-
শাহাদাত হোসেন রাতুল ২২/০৫/২০১৫ভালো লাগলো
-
আবিদ আল আহসান ২০/০৫/২০১৫Awesome
-
সোমাদ্রি ১৮/০৫/২০১৫ভাল লাগল
-
নির্জন ১৬/০৫/২০১৫অসাধারণ!