সন্ধ্যামণি
সন্ধ্যামণি
আব্দুল মান্নান মল্লিক
সন্ধ্যামণি, সন্ধ্যামণি তোমায় দেখবো বলে।
দেখা মোরে নাহি দাও ফোট সন্ধ্যা হলে।।
দিবালোকে থাক বন্ধ কি অপরাধ তোমার!
নিশি কালে খোল অক্ষি হেতু বড় মজার।।
নিজ মনে ভাব কেন? নিশি মোর আপন।
অলি আবরু করে চুরি তাই কর গোপন?
নাহি লাগে জোনাকিদের দিবালোকে ভাল।।
তাই শুধু রাত্রি হলে দেয় মোরে আলো।।
জোনাকিদের কথা তুমি কেন যাও ভুলে।
নিজ রূপে সুখী থাক সন্ধ্যামণি কূলে?
একা বসে থাক শুধু নিশি ভোগ করে।
বৃথা রূপে কর বড়াই যত প্রাণ ভরে।।
না দেখে তোমারে কেউ নিশি জাগরণে।
মূল্যহীন রূপ তোমার সৃষ্টি অকারণে।।
নিশিকাল শেষে তুমি বৃন্ত ছিন্ন হবে।
না লইব হাতে তুলে দূরে পড়ে রবে।।
নিজ বলতে নিশি তোমার দিবা কেউ নয়?
অভিশাপ দিয়ে গেলাম যেন নাশ হয়!
আব্দুল মান্নান মল্লিক
সন্ধ্যামণি, সন্ধ্যামণি তোমায় দেখবো বলে।
দেখা মোরে নাহি দাও ফোট সন্ধ্যা হলে।।
দিবালোকে থাক বন্ধ কি অপরাধ তোমার!
নিশি কালে খোল অক্ষি হেতু বড় মজার।।
নিজ মনে ভাব কেন? নিশি মোর আপন।
অলি আবরু করে চুরি তাই কর গোপন?
নাহি লাগে জোনাকিদের দিবালোকে ভাল।।
তাই শুধু রাত্রি হলে দেয় মোরে আলো।।
জোনাকিদের কথা তুমি কেন যাও ভুলে।
নিজ রূপে সুখী থাক সন্ধ্যামণি কূলে?
একা বসে থাক শুধু নিশি ভোগ করে।
বৃথা রূপে কর বড়াই যত প্রাণ ভরে।।
না দেখে তোমারে কেউ নিশি জাগরণে।
মূল্যহীন রূপ তোমার সৃষ্টি অকারণে।।
নিশিকাল শেষে তুমি বৃন্ত ছিন্ন হবে।
না লইব হাতে তুলে দূরে পড়ে রবে।।
নিজ বলতে নিশি তোমার দিবা কেউ নয়?
অভিশাপ দিয়ে গেলাম যেন নাশ হয়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল মান্নান মল্লিক ১৫/০৫/২০১৫
-
ডা: মো: রায়হান নবী ০৭/০৫/২০১৫সুন্দর সৃষ্টি
-
স্বাধীন আমিনুল ইসলাম ০৬/০৫/২০১৫দারুন।
-
শাহাদাত হোসেন রাতুল ০৬/০৫/২০১৫
-
সবুজ আহমেদ কক্স ০৬/০৫/২০১৫লিখা সুন্দর
সো এতো এতো দাড়ি কমা কি দরকার -
কায়সার মোহাম্মদ ইসলাম ০৬/০৫/২০১৫বেশ ভাবনার কবিতা ।
ভাল লাগলে জানাবেন। ভাল থাকবেন ও সঙ্গে থাকবেন।