পোড়ো মন্দির (অধিক্ষিপ্ত মন্দির)
পোড়ো মন্দির (অধিক্ষিপ্ত মন্দির)
আব্দুল মান্নান মল্লিক
অনেক দিনের পোড়ো মন্দির নির্জনে থাকে পড়ে।
সেথায় কেহ চায় না ফিরে আসে না তার ক্রোড়ে।।
ব্যবহার হীনে হেলিত হয়ে ইঁট পড়িছে খসে।
কক্ষ মাঝে আগাছা ঝাড়ে রয়েছে মন্দির বসে।।
পূজারী না আসে পোড়ো মন্দিরে উপাসনার লাগি।
খুজে ফিরে তারা কোথায় হবে ফল-মূলের ভাগী।।
পোড়ো মন্দির রবে না পড়ে পূজারী না এলে।
করিবে পুজো কুনো বেঙ সেথা সমস্ত কাজ ফেলে।।
প্রভাতের জল পড়িবে না সেথা পোড়ো মন্দির ভাবে।
ফুলের মধু আপনা হতে ঝরিয়া পড়ে যাবে।।
নাইবা পড়ুক নর-কর ফুল পোড়ো মন্দির পরে।
আগাছার ফুল প্রভাত হলে নিজেই যাবে ঝরে।।
সন্ধ্যায় কেহ আসে না সেথা প্রদীপ জালিবার লাগি।
আগাছার জোনাকি তারাই রয়েছে প্রদীপের মতো জাগী।
সঙ্খ বাঁশী বাজায় না কেহ দিবাকে বিদায় দিতে।
বিদায় লয় ইটের ফাঁকের ঝিঁ-ঝি পোকার গীতে।।
হায় ভগবান যার কেহ নাই তুমিই রয়েছ তার।
পোড়ো মন্দির থাকে না পড়ে তুমিই লয়েছ ভার।।
আব্দুল মান্নান মল্লিক
অনেক দিনের পোড়ো মন্দির নির্জনে থাকে পড়ে।
সেথায় কেহ চায় না ফিরে আসে না তার ক্রোড়ে।।
ব্যবহার হীনে হেলিত হয়ে ইঁট পড়িছে খসে।
কক্ষ মাঝে আগাছা ঝাড়ে রয়েছে মন্দির বসে।।
পূজারী না আসে পোড়ো মন্দিরে উপাসনার লাগি।
খুজে ফিরে তারা কোথায় হবে ফল-মূলের ভাগী।।
পোড়ো মন্দির রবে না পড়ে পূজারী না এলে।
করিবে পুজো কুনো বেঙ সেথা সমস্ত কাজ ফেলে।।
প্রভাতের জল পড়িবে না সেথা পোড়ো মন্দির ভাবে।
ফুলের মধু আপনা হতে ঝরিয়া পড়ে যাবে।।
নাইবা পড়ুক নর-কর ফুল পোড়ো মন্দির পরে।
আগাছার ফুল প্রভাত হলে নিজেই যাবে ঝরে।।
সন্ধ্যায় কেহ আসে না সেথা প্রদীপ জালিবার লাগি।
আগাছার জোনাকি তারাই রয়েছে প্রদীপের মতো জাগী।
সঙ্খ বাঁশী বাজায় না কেহ দিবাকে বিদায় দিতে।
বিদায় লয় ইটের ফাঁকের ঝিঁ-ঝি পোকার গীতে।।
হায় ভগবান যার কেহ নাই তুমিই রয়েছ তার।
পোড়ো মন্দির থাকে না পড়ে তুমিই লয়েছ ভার।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কায়সার মোহাম্মদ ইসলাম ০৮/০৫/২০১৫ক্ল্যাসিক! আপনি আমাদের ট্র্যাডিশনাল কবিতার ধারাকে এতোটা আয়ত্ত করলেন কিভাবে ? ভাবতে অবাক লাগে ! হাজার শুভেচ্ছা কবিকে ।
-
সবুজ আহমেদ কক্স ০৪/০৫/২০১৫ফাইন লিখা