গরীব চাষী
গরীব চাষী
আব্দুল মান্নান মল্লিক
প্রভাত হলে মাঠের পরে গৃহস্তের কাজে যায়।
অন্ন পেটে থাকে নাকি খোঁজের কেহ নাই।।
মাথে ছাতি দিয়ে মালিক জমির আলে বসে।
ফসল কত পাবে তাই মনের অংক কষে।।
গরীব চাষী সারাটা দিন কষ্টে খেটে মরে।
কখনো বা জলে ভিজে কখনো ঘর্ম ঝরে।।
ঢেলার আঁচড় লাগে পায়ে রক্ত ঝরে পড়ে।
অনেক কষ্ট সহ্য করে সোনার ফসল গড়ে।।
কটি খানা অসাড় হয় ফসল কাটার ফলে।
জীর্ণ হাতে শিরটি ওঠে জমি চাষের হলে।।
গরীব চাষীর নাইকো বিরাম এইতো জীবন তার।
দু, মুষ্টি অন্নের লাগি খাটবে কত আর?
অন্ত, হীন দুঃখ তবু, মূল্য কেন হীন।
পরের ঘরে তোলে ফসল যায় না চাষীর দিন।।
আব্দুল মান্নান মল্লিক
প্রভাত হলে মাঠের পরে গৃহস্তের কাজে যায়।
অন্ন পেটে থাকে নাকি খোঁজের কেহ নাই।।
মাথে ছাতি দিয়ে মালিক জমির আলে বসে।
ফসল কত পাবে তাই মনের অংক কষে।।
গরীব চাষী সারাটা দিন কষ্টে খেটে মরে।
কখনো বা জলে ভিজে কখনো ঘর্ম ঝরে।।
ঢেলার আঁচড় লাগে পায়ে রক্ত ঝরে পড়ে।
অনেক কষ্ট সহ্য করে সোনার ফসল গড়ে।।
কটি খানা অসাড় হয় ফসল কাটার ফলে।
জীর্ণ হাতে শিরটি ওঠে জমি চাষের হলে।।
গরীব চাষীর নাইকো বিরাম এইতো জীবন তার।
দু, মুষ্টি অন্নের লাগি খাটবে কত আর?
অন্ত, হীন দুঃখ তবু, মূল্য কেন হীন।
পরের ঘরে তোলে ফসল যায় না চাষীর দিন।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কায়সার মোহাম্মদ ইসলাম ০৮/০৫/২০১৫পদ্য ছন্দে এতো নিখুত বর্ণনা অত সহজ নয়। শুভেছা কবিকে !
-
দ্বীপ সরকার ০৫/০৫/২০১৫অনবদ্য।
-
ঐশ্বরিক হিমা ০৪/০৫/২০১৫দু, মুষ্টি অন্নের জন্য এখনও অনেক মানুষ খাটে।
ভাল হয়েছে কবি। -
সবুজ আহমেদ কক্স ০৪/০৫/২০১৫শিরোনাম টা এতোবার না দিলেও চলতো কবি