www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শহর ও গ্রাম

শহর ও গ্রাম

আব্দুল মান্নান মল্লিক

দেখছি কেমন শহুরে মানুষ, দালান কোঠার পরে।
দিনে রাতে ভুগছে শুধু, ম্যালেরিয়া আর জ্বরে।।
কারখানা আর তেলের গাড়ি, ধোঁয়ায় অন্ধকার।
দালান এখন যায়-না চেনা, খুজছে বারংবার।।
বৃষ্টি হলে নীচু তলার, অর্ধেক যায় জলে।
যানবাহন সব দাঁড়িয়ে থাকে, অটো গেল তলে।।
রাস্তা চলতি লোকগুলো সব, ল্যাংটা ধরে যায়।
হাঁটুর উপর জল উঠে যায়, থামার জায়গা নাই।।
মুক্ত বাতাস খোলা আকাশ, কথায় পাবে এরা।
এয়ার কন্ডিশন, ফ্রিজ ঘরে, করলো এখন ডেরা।।
খুন-খারাবি, মার-দাঙ্গা, পালালো গ্রাম ছাড়ি।
শান্ত গ্রাম, অনেক আরাম, শহরে বাড়া-বাড়ি।।
তাইতো বলি গ্রামের ছেলে, গ্রামকে ভাল-বাসি।
অভাব কিসের দুঃখ কিসের? সঙ্গে গ্রামের চাষী।।

***** তোমাদের স্মরণে *****
বলার মতো অনেক আছে, আজকের মতো রাখি।
সময় যখন হবে আবার , শোনাবো সেদিন বাকী।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাইদুর রহমান ২৯/০৪/২০১৫
    বরাবরই সুন্দর লিখেন।
    অনেক শুভেচ্ছা।
  • বেনামী পত্তনদার ২৯/০৪/২০১৫
    বাহ!
  • সাকির খান ২৯/০৪/২০১৫
    oti bastob bhai. beash valo legese.
  • ২৯/০৪/২০১৫
    ভালো ।
  • আবিদ আল আহসান ২৯/০৪/২০১৫
    Nice
  • নাজমুল আহসান ২৯/০৪/২০১৫
    সুন্দর
  • সহিদুল ইসলাম ২৯/০৪/২০১৫
    Nice, Real picture of city
 
Quantcast