শহর ও গ্রাম
শহর ও গ্রাম
আব্দুল মান্নান মল্লিক
দেখছি কেমন শহুরে মানুষ, দালান কোঠার পরে।
দিনে রাতে ভুগছে শুধু, ম্যালেরিয়া আর জ্বরে।।
কারখানা আর তেলের গাড়ি, ধোঁয়ায় অন্ধকার।
দালান এখন যায়-না চেনা, খুজছে বারংবার।।
বৃষ্টি হলে নীচু তলার, অর্ধেক যায় জলে।
যানবাহন সব দাঁড়িয়ে থাকে, অটো গেল তলে।।
রাস্তা চলতি লোকগুলো সব, ল্যাংটা ধরে যায়।
হাঁটুর উপর জল উঠে যায়, থামার জায়গা নাই।।
মুক্ত বাতাস খোলা আকাশ, কথায় পাবে এরা।
এয়ার কন্ডিশন, ফ্রিজ ঘরে, করলো এখন ডেরা।।
খুন-খারাবি, মার-দাঙ্গা, পালালো গ্রাম ছাড়ি।
শান্ত গ্রাম, অনেক আরাম, শহরে বাড়া-বাড়ি।।
তাইতো বলি গ্রামের ছেলে, গ্রামকে ভাল-বাসি।
অভাব কিসের দুঃখ কিসের? সঙ্গে গ্রামের চাষী।।
***** তোমাদের স্মরণে *****
বলার মতো অনেক আছে, আজকের মতো রাখি।
সময় যখন হবে আবার , শোনাবো সেদিন বাকী।।
আব্দুল মান্নান মল্লিক
দেখছি কেমন শহুরে মানুষ, দালান কোঠার পরে।
দিনে রাতে ভুগছে শুধু, ম্যালেরিয়া আর জ্বরে।।
কারখানা আর তেলের গাড়ি, ধোঁয়ায় অন্ধকার।
দালান এখন যায়-না চেনা, খুজছে বারংবার।।
বৃষ্টি হলে নীচু তলার, অর্ধেক যায় জলে।
যানবাহন সব দাঁড়িয়ে থাকে, অটো গেল তলে।।
রাস্তা চলতি লোকগুলো সব, ল্যাংটা ধরে যায়।
হাঁটুর উপর জল উঠে যায়, থামার জায়গা নাই।।
মুক্ত বাতাস খোলা আকাশ, কথায় পাবে এরা।
এয়ার কন্ডিশন, ফ্রিজ ঘরে, করলো এখন ডেরা।।
খুন-খারাবি, মার-দাঙ্গা, পালালো গ্রাম ছাড়ি।
শান্ত গ্রাম, অনেক আরাম, শহরে বাড়া-বাড়ি।।
তাইতো বলি গ্রামের ছেলে, গ্রামকে ভাল-বাসি।
অভাব কিসের দুঃখ কিসের? সঙ্গে গ্রামের চাষী।।
***** তোমাদের স্মরণে *****
বলার মতো অনেক আছে, আজকের মতো রাখি।
সময় যখন হবে আবার , শোনাবো সেদিন বাকী।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ২৯/০৪/২০১৫
-
বেনামী পত্তনদার ২৯/০৪/২০১৫বাহ!
-
সাকির খান ২৯/০৪/২০১৫oti bastob bhai. beash valo legese.
-
অ ২৯/০৪/২০১৫ভালো ।
-
আবিদ আল আহসান ২৯/০৪/২০১৫Nice
-
নাজমুল আহসান ২৯/০৪/২০১৫সুন্দর
-
সহিদুল ইসলাম ২৯/০৪/২০১৫Nice, Real picture of city
অনেক শুভেচ্ছা।