শহুরে বাবু
শহুরে বাবু
আব্দুল মান্নান মল্লিক
শহুরে বাবুর গৌরব কতো, শহরে করি বাস।
নোংরা গাঁয়ের গেঁয়ো চাষী, কেটে মরে ঘাস।।
আমি কেমন শহুরে বাবু, গর্ব করি তাই।
গেঁয়ো ভুত, তুচ্ছ তারা, বিদ্যা পেটে নাই।।
ধুলো গায়ে কাদা মাখা, থাকে বার মাস।
খালে, বিলে, মাঠে খাটে, গেঁয়ো গ্রামে বাস।।
তাইতো তাদের ঘৃণা করি, ছোট-লোকের দল।
ছুটে এসে মাখিয়ে দেয়, কাদা মাখানো জল।।
ঘুচলো বাবুর বাবু-আনা, পারাপারের ঘাটে।
চিৎকার শুনে ছুটে আসে, ছিল যারা মাঠে।।
অবাক কাণ্ড দেখে তারা, করেনি আর দেরী।
লম্ফ দিলো গাঙের জলে , ছুটলো তাড়া-তাড়ি।।
টেনে টেনে তুললো তটে, অনেক কষ্ট সহে।
গেঁয়ো ভুতটি ছিল তাই, প্রাণটা পেল দেহে।।
শহুরে বাবু হলেন কাবু, নৌকো ডুবির দিনে।
গেঁয়ো ভুতের দয়াতে আজ, বাঁচল বাবু প্রাণে।।
বিদ্যা শিক্ষা ছিলো অনেক, ছিলনা সাঁতার জানা।
হাবু-ডুবুর জলটা খেয়ে, বালিশ হয় পেট-খানা।।
বিদ্যা শিক্ষা ভুললেন বাবু, হাবু-ডুবুর জলে।
সাঁতার খেলা জানতাম যদি, উঠে যেতাম কূলে।।
কখনো ডুবে কখনো ওঠে, শহুরে বাবু কেমন।
মাঝে মাঝে হারিয়ে যায়, তালটি ভাসে যেমন।।
একটা জুতো পায়ে বাবুর, একটা ভাসে জলে।
বুকের উপর টাই-টা ছিলো, ফেঁসেঁ গেল গলে।।
গঙ্গার জল খেয়ে বাবুর, ওজন হল ভার।
ষাট কেজিতে ছিলেন বাবু, শত কেজি পার।।
আব্দুল মান্নান মল্লিক
শহুরে বাবুর গৌরব কতো, শহরে করি বাস।
নোংরা গাঁয়ের গেঁয়ো চাষী, কেটে মরে ঘাস।।
আমি কেমন শহুরে বাবু, গর্ব করি তাই।
গেঁয়ো ভুত, তুচ্ছ তারা, বিদ্যা পেটে নাই।।
ধুলো গায়ে কাদা মাখা, থাকে বার মাস।
খালে, বিলে, মাঠে খাটে, গেঁয়ো গ্রামে বাস।।
তাইতো তাদের ঘৃণা করি, ছোট-লোকের দল।
ছুটে এসে মাখিয়ে দেয়, কাদা মাখানো জল।।
ঘুচলো বাবুর বাবু-আনা, পারাপারের ঘাটে।
চিৎকার শুনে ছুটে আসে, ছিল যারা মাঠে।।
অবাক কাণ্ড দেখে তারা, করেনি আর দেরী।
লম্ফ দিলো গাঙের জলে , ছুটলো তাড়া-তাড়ি।।
টেনে টেনে তুললো তটে, অনেক কষ্ট সহে।
গেঁয়ো ভুতটি ছিল তাই, প্রাণটা পেল দেহে।।
শহুরে বাবু হলেন কাবু, নৌকো ডুবির দিনে।
গেঁয়ো ভুতের দয়াতে আজ, বাঁচল বাবু প্রাণে।।
বিদ্যা শিক্ষা ছিলো অনেক, ছিলনা সাঁতার জানা।
হাবু-ডুবুর জলটা খেয়ে, বালিশ হয় পেট-খানা।।
বিদ্যা শিক্ষা ভুললেন বাবু, হাবু-ডুবুর জলে।
সাঁতার খেলা জানতাম যদি, উঠে যেতাম কূলে।।
কখনো ডুবে কখনো ওঠে, শহুরে বাবু কেমন।
মাঝে মাঝে হারিয়ে যায়, তালটি ভাসে যেমন।।
একটা জুতো পায়ে বাবুর, একটা ভাসে জলে।
বুকের উপর টাই-টা ছিলো, ফেঁসেঁ গেল গলে।।
গঙ্গার জল খেয়ে বাবুর, ওজন হল ভার।
ষাট কেজিতে ছিলেন বাবু, শত কেজি পার।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রক্তিম ২৮/০৪/২০১৫সুন্দর।
-
সবুজ আহমেদ কক্স ২৮/০৪/২০১৫নাইস
-
নাজমুল আহসান ২৭/০৪/২০১৫সুন্দর
-
আব্দুল মান্নান মল্লিক ২৬/০৪/২০১৫শহুরে মানুষ, এই কবিতাটিতে যদি কারও আপত্তি থাকে, তাহলে আপনি অবশ্যই জানাতে পারেন।