www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমরা মানব জাতি

আমরা মানব জাতি

আব্দুল মান্নান মল্লিক

এক মাটিতে জন্ম মোদের, একই রক্তে গড়া প্রাণ।
এক কদমে চলবো মোরা, করব না কেউ অভিমান।।
নিজ স্বার্থ ছাড়বো মোরা, ভাই বোনেদের ভালবাসবো।
নয়ন জলে ভাসবোনা কেউ, তুষ্টি হাসি সবে হাসবো।।
বসু-মতি মা যে মোদের, সবাই মোরা ভাই ভাই।
হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান, স্বত্বটি আজ ভুলে যায়।।
দুঃখে ভরা জীবন যাদের, রব মোরা তাদের পাশে।
তাদের দুঃখের ভাগী হব, কষ্ট মোদের যত আসে।।
দুর্বল হয়ে চলেছে যারা, পারে না নিজের মান রাখতে।
হেন ভাবে রবে কেন? আমরা তাদের পাশে থাকতে।।
সবে মিলে করব শপথ, গড়বো জীবন মমতা দিয়ে।
চলবো মোরা মিলেমিশে, ভাই বোনেদের সঙ্গে নিয়ে।।
দূর্ণীতি আর সমাজবিরোধী, করছে যারা বারংবার।
ভালবেসে টানবো তাদের, করবো জাতির সংস্কার।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৪/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আমাদের আশা, আমরা সবাই একসঙ্গে মিলেমিশে চলব। আমাদের চিন্তা ভাবনা হবে, নিজের অর্থাৎ মানুষ হয়ে মানুষের মতো পরিচিত হয়েই চলবো। ভালবাসাকে আমরা সংস্কারের ঔষধ হিসেবে ব্যবহার করবো।
 
Quantcast