করুণাময়
করুণাময়
আব্দুল মান্নান মল্লিক
কত লোকের সমাগম জগত মাঝারে।
কেউবা অপেক্ষায় রয় নির্জন গভীরে।।
ঘুমিয়ে জাগিয়া যখন করিয়া নড়চড়।
সেথায় পৌঁছায় আহার নলের ভিতর।।
শীতল গরমে সমন্বয়ে রাখিয়াছ তারে।
অসীম দয়ার ভান্ডার হারায়না সাগরে।।
জগতের মাঝে আসবে নতুন অতিথি।
অগ্রে পৌঁছে আহার বিধাতার প্রস্তুতি।।
বুঝিতে পারে কয়জন তোমারি লীলা।
মাতৃদুগ্ধ রয়েছে পূর্ণ আসিবারে বেলা।।
অসীম করুণা মাঝে তোমার অবদান।
স্বীয়হস্তে গড়া তোমার সারাটা জাহান।।
চাহিলে পারিবে তুমি করিতে সমান।
ফুঁয়েতে উড়িয়া যাবে জগৎ আসমান।।
আব্দুল মান্নান মল্লিক
কত লোকের সমাগম জগত মাঝারে।
কেউবা অপেক্ষায় রয় নির্জন গভীরে।।
ঘুমিয়ে জাগিয়া যখন করিয়া নড়চড়।
সেথায় পৌঁছায় আহার নলের ভিতর।।
শীতল গরমে সমন্বয়ে রাখিয়াছ তারে।
অসীম দয়ার ভান্ডার হারায়না সাগরে।।
জগতের মাঝে আসবে নতুন অতিথি।
অগ্রে পৌঁছে আহার বিধাতার প্রস্তুতি।।
বুঝিতে পারে কয়জন তোমারি লীলা।
মাতৃদুগ্ধ রয়েছে পূর্ণ আসিবারে বেলা।।
অসীম করুণা মাঝে তোমার অবদান।
স্বীয়হস্তে গড়া তোমার সারাটা জাহান।।
চাহিলে পারিবে তুমি করিতে সমান।
ফুঁয়েতে উড়িয়া যাবে জগৎ আসমান।।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অবুঝ ব্লগার ২৩/০৪/২০১৫পড়ে ভাল লাগলো
-
মোঃওবায় দুল হক ২৩/০৪/২০১৫অসাধারন
-
শাহাদাত হোসেন রাতুল ২৩/০৪/২০১৫বেশলাগলো
-
আব্দুল মান্নান মল্লিক ২৩/০৪/২০১৫অপার করুনাময় সেই মহান সৃষ্টি কর্তা। একমাত্র তিনিই সর্ব স্থানে থাকেন ও সর্বদিকে নজর রাখেন।