অন্তরঙ্গ
অন্তরঙ্গ
আব্দুল মান্নান মল্লিক
তোমাদের সুখী করতে দেহ প্রাণ মন,
বিলিয়ে দিলাম নইলে বৃথাই জীবন।
তোমাদের ভালবাসা অন্তরের মাঝে,
জ্বলিবে প্রদীপ হয়ে দিবসে ও সাঁঝে।
কবিতা নহে মোর আবদ্ধের প্রতিজ্ঞা,
যেখানে রাখিবে রব করোনা অবজ্ঞা।
ছড়ানো ছিটানো শুকনো ফুলের মালা,
গাঁথিয়া দিলাম হাতে করনা অবহেলা!
সুতোবিহীন মালা দিয়ে চাই ভালবাসা,
ভুলিবেনা দাও বচন এইতো প্রত্যাশা।
ভাল যদি নাইবা বাস ফেলে দিও জলে,
শীতলেতে রবে আত্মা যাবেনা বিফলে!
বীজ দানা পড়ে থাকে মাটির অভ্যন্তর,
জলের ছোঁয়ায় একদিন উদিবে পুনর!
আব্দুল মান্নান মল্লিক
তোমাদের সুখী করতে দেহ প্রাণ মন,
বিলিয়ে দিলাম নইলে বৃথাই জীবন।
তোমাদের ভালবাসা অন্তরের মাঝে,
জ্বলিবে প্রদীপ হয়ে দিবসে ও সাঁঝে।
কবিতা নহে মোর আবদ্ধের প্রতিজ্ঞা,
যেখানে রাখিবে রব করোনা অবজ্ঞা।
ছড়ানো ছিটানো শুকনো ফুলের মালা,
গাঁথিয়া দিলাম হাতে করনা অবহেলা!
সুতোবিহীন মালা দিয়ে চাই ভালবাসা,
ভুলিবেনা দাও বচন এইতো প্রত্যাশা।
ভাল যদি নাইবা বাস ফেলে দিও জলে,
শীতলেতে রবে আত্মা যাবেনা বিফলে!
বীজ দানা পড়ে থাকে মাটির অভ্যন্তর,
জলের ছোঁয়ায় একদিন উদিবে পুনর!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সবুজ আহমেদ কক্স ০৪/০৫/২০১৫এতো দাড়ি কমার কি দরকার কবি
-
শাহাদাত হোসেন রাতুল ০১/০৫/২০১৫বেশ লাগলো
-
দ্বীপ সরকার ০১/০৫/২০১৫সুন্দর..