দুঃখ নাশা চাঁদের হাসি
যে বাগানে নৃত্য করে ঝড়ে দেয় গো দলে
সেই বাগানে থাকে কি আর চারু,
যে অসুখে দারুণ ভাবে অঙ্গ যায় গো চলে
কি লাভ তাতে মালিশ করে দারু!
পূর্ণপ্রীতি মনে দিলে তালা,
ঝরে পড়ে ক্রমেই মিলন মালা।
তবু যদি সব চলে যায় কেউ না নেয় তার খবর
স্রোত না থামে কাশের রূপে রূপে,
বুকটা ভরে যেমনি থাকে জায়গা মত কবর
তোমায় রাখব তেমনি চুপে চুপে।
দূরাকাশে চাঁদটা যদি হাসে,
সেই- হাসি যেন নদের দুঃখ নাশে!
সেই বাগানে থাকে কি আর চারু,
যে অসুখে দারুণ ভাবে অঙ্গ যায় গো চলে
কি লাভ তাতে মালিশ করে দারু!
পূর্ণপ্রীতি মনে দিলে তালা,
ঝরে পড়ে ক্রমেই মিলন মালা।
তবু যদি সব চলে যায় কেউ না নেয় তার খবর
স্রোত না থামে কাশের রূপে রূপে,
বুকটা ভরে যেমনি থাকে জায়গা মত কবর
তোমায় রাখব তেমনি চুপে চুপে।
দূরাকাশে চাঁদটা যদি হাসে,
সেই- হাসি যেন নদের দুঃখ নাশে!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মেহেদী হাসান (নয়ন) ১৭/১১/২০১৫সাবান কবি...। খুব, খুব বেশি ভাল লাগলো।
-
মোবারক হোসেন ১৯/১০/২০১৫খুব মানসম্পন্ন কবিতা। ধন্যবাদ কবি।
-
মোঃজাহেদ হোসেন ১৮/১০/২০১৫অসাধারণ
-
ফয়সাল শাহ ১৬/১০/২০১৫Vab valo line guli thik kore likhun
-
শমসের শেখ ১৬/১০/২০১৫অসাধারণ লেখা তবে কিছু লাইন একটু এলোমেলো আছে, আর একটু খেয়াল করলে মনে হয় ঠিক হয়ে যেত।