www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যুগলের শান্তি

ঐ আকাশে চন্দ্র হাসে, আমি হেথায় একা
বিশাল ফাঁকা রইল মধ্যখানে,
ঝপ্সা মেঘের আড়াল দিয়ে যায় যে তবু দেখা
চুপেচুপে চাই তবু তার পানে।
স্রষ্টা তারে কি রূপ দিলেন গুঁজে,
রাসিক জনে তাহার কিছু বুঝে।
সামনে দেখি দীর্ঘ পথ ঐ আরো অতি ব্যাঁকা
অলীক আলো অমবস্যার শানে।


অধরারে ধরতে গিয়ে আসে বড় ক্লান্তি
পথে মিলে হাজার রকম বাধা,
আষ্টে-পৃষ্টে ধসে এসে কভু কতক ভ্রান্তি
মরিচিকায় কভু লাগায় ধাঁধা।
সামনের সকল বাধা দিব পাড়ি
পৌঁছিব ঠিক তোমার মনের বাড়ি
পেয়ে তোমায় যুগল মিলে পাব মহা শান্তি
ভাবি এটা মনটা লয়ে সাদা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৩৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৯/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • নাবিক ২৪/০৯/২০১৫
    <3 দারুণ <3
  • "ঐ আকাশে চন্দ্র হাসে
    আমি হেথায় একা,
    বিশাল ফাঁকা মধ্যখানে
    ঝাপ্সা মেঘের আড়াল দিয়ে যায় যে তবু দেখা।

    চুপিচুপি চাই তবু তার পানে
    স্রষ্টা তারে কি রূপ দিলেন গুঁজে,
    রাসিক জনে তাহার কিছু বুঝে
    সামনে দেখি দীর্ঘ পথ ঐ আরো অতি ব্যাঁকা
    অলীক আলো অমবস্যার শানে।

    অধরারে ধরতে গিয়ে আসে বড় ক্লান্তি
    পথে মিলে হাজার রকম বাধা,
    আষ্টে-পৃষ্টে ধসে এসে কভু কতক ভ্রান্তি
    মরিচিকায় কভু লাগায় ধাঁধা।

    সামনের সকল বাধা দিব পাড়ি
    পৌঁছিব ঠিক তোমার মনের বাড়ি
    পেয়ে তোমায় যুগল মিলে পাব মহা শান্তি
    ভাবি এটা মনটা লয়ে সাদা।"

    -আমি সবগুলো বানান দেখিনি, কাব্য শরীর একটু ঠিক করেছি, ছন্দমিল পাইনি ইত্যাদি বিষয়ে যত্ন নেন, আশা করি ভাল করবেন।
    • আবারও ধন্যবাদ আপনার বিস্তারিত মন্তব্যের জন্য। এ ভাবেই মুক্ত আলোচনার মাধ্যমে সাহিত্যে সফল হওয়ার সম্ভবনার পথ সুগম হয়।

      যাক, লক্ষ্য করুন- কবিতাটি দুই স্তবকের। দু’টি স্তবকই একই গঠনের। তাই প্রথম স্তবকটির পদান্ত্যানুপ্রাস একটু মনযোগ সহকারে দেখুন-
      ক খ ক খ গ গ ক খ।

      একই সাথে পদগুলো কোনটা পূর্ণ কোনটা অপূর্ণ। তবে বিশেষ ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে।

      দ্বিতীয় স্তবকটিও অনুরূপ।

      আশা করি আপনার হৃদয়ের পিপাসা এতে কিছুটা হলেও মিটবে।

      ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভ কামনা রইল। আমার জন্য দো’আ করবেন।
  • তৃপ্তিকর লেখনি।
    শুভেচ্ছা রইল।
  • পড়ে তৃপ্তির যতটা আশা ছিল পূরণ হলোনা।
    • সুন্দর গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আন্তরিক ভাবেই বলছি- এমন মন্তব্য বরাবরই কাম্য। এতে করে নিজের দুর্বলতাকে কাটিয়ে উঠা অনেক সহজ হয়। তবে যদি এটা বলে দিতেন- কোন দিকটা ভাল লাগেনি, তাহলে নিজেকে শুধরে নিতে সহজ হত। তারপরও আপনার প্রতি আমি কৃতজ্ঞ- কবি সুলভ ভাবে নির্দিধায় মনের ভাব প্রকাশ করার জন্য।

      আল্লাহ্ আপনার মঙ্গল করুন। আমীন!!!
  • ভাল লাগলো কবি বন্ধুর এই লেখা পড়ে শুভেচ্ছা !!
 
Quantcast