www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার চাওয়ার নাই

আমার চাওয়ার নাই…..
আমার চাওয়ার নাই,
কিছু নাই
নাচরে ও মন নাচ;
যা কিছু পাস আজ
সকলি ফাও, সকলি বোনাস!

হাহুতাস নাই কম্পন নাই-
শিহরণ-শূন্য সব;
অমানিশার আধার যত
নৃত্য করে অবিরত,
চারিপাশে শূন্য তাই
নিস্তব্ধতাই সরব।

শূন্যতায় যার পূর্ণ সব
সবি যাহার মিয়ানো,
মরণ তাহার পরম চাওয়া
জীবন যাতে জীয়ানো।

সুতা কাটা ঘুড়ি উড়ে
বন্ধন যাহার নাই,
তেমনি ভবঘুরে আমি
বন্ধনহীন ঘুরে বেড়াই।

কোকিলের মত গাইব গান
বখিল যত ভাব;
হয়ত, তুচ্ছ করে দিবে-
গুচ্ছ কিছু গালি,
তবু, কাউকে আপন পাব!

ভাবনার বাড়িবে মেদ
নাহি নাহি তাতে খেদ,
বরং, আরও বেশি সুখ পাই;
কারণ- হা হা হা…..
কারণ, আমার চাওয়ার কিছু নাই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৫/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সাইদুর রহমান ১৬/০৫/২০১৫
    বাহ দারুণ হয়েছে।
  • নাজমুল আহসান ১১/০৫/২০১৫
    ভাল লেখেছেন
  • সুন্দর লিখেছেন।
  • ভালো লাগা রেখে গেলাম :(
    • কৃতজ্ঞতার সহিত গ্রহণ করলাম আপনার ভাল লাগা। আপনার প্রতিও আমার ভালবাসা রইল।

      ভাই, ইমোটিকনটির অর্থ বুঝলাম না। এত গম্ভীর ভাবে তাকিয়ে আছে! আমি চেষ্টা করি আমার লেখাটা যতটুকু সম্ভব সহজ-সরল ভাবে প্রকাশ করতে।

      যাক, আপনার প্রতিও আমার ভালবাসা রইল। আল্লাহ্ যেন আপনার মঙ্গল করেন। আমীন!!!
  • আবিদ আল আহসান ০৯/০৫/২০১৫
    Shunddr
  • কমপ্লিট "আর্ট অফ লিভিং" এর বিষয়বস্তু কবিতায় সহজভাবে প্রতিফলিত হয়েছে !
    • সুবাহানাল্লাহ্ ! মন ভরে গেল আপনার মন্তব্যে। তবে ভাই, আমি কিন্তু সেই মাপের কোন কবি নই- কবিতার যে গুণগুলো আপনি বললেন। তারপরও আপনদের ভাল লাগাতেই আমার লেখার সার্থকতা।

      আল্লাহ্ যেন আপনার মঙ্গল করেন। আমীন!!!
 
Quantcast