আমার চাওয়ার নাই
আমার চাওয়ার নাই…..
আমার চাওয়ার নাই,
কিছু নাই
নাচরে ও মন নাচ;
যা কিছু পাস আজ
সকলি ফাও, সকলি বোনাস!
হাহুতাস নাই কম্পন নাই-
শিহরণ-শূন্য সব;
অমানিশার আধার যত
নৃত্য করে অবিরত,
চারিপাশে শূন্য তাই
নিস্তব্ধতাই সরব।
শূন্যতায় যার পূর্ণ সব
সবি যাহার মিয়ানো,
মরণ তাহার পরম চাওয়া
জীবন যাতে জীয়ানো।
সুতা কাটা ঘুড়ি উড়ে
বন্ধন যাহার নাই,
তেমনি ভবঘুরে আমি
বন্ধনহীন ঘুরে বেড়াই।
কোকিলের মত গাইব গান
বখিল যত ভাব;
হয়ত, তুচ্ছ করে দিবে-
গুচ্ছ কিছু গালি,
তবু, কাউকে আপন পাব!
ভাবনার বাড়িবে মেদ
নাহি নাহি তাতে খেদ,
বরং, আরও বেশি সুখ পাই;
কারণ- হা হা হা…..
কারণ, আমার চাওয়ার কিছু নাই।
আমার চাওয়ার নাই,
কিছু নাই
নাচরে ও মন নাচ;
যা কিছু পাস আজ
সকলি ফাও, সকলি বোনাস!
হাহুতাস নাই কম্পন নাই-
শিহরণ-শূন্য সব;
অমানিশার আধার যত
নৃত্য করে অবিরত,
চারিপাশে শূন্য তাই
নিস্তব্ধতাই সরব।
শূন্যতায় যার পূর্ণ সব
সবি যাহার মিয়ানো,
মরণ তাহার পরম চাওয়া
জীবন যাতে জীয়ানো।
সুতা কাটা ঘুড়ি উড়ে
বন্ধন যাহার নাই,
তেমনি ভবঘুরে আমি
বন্ধনহীন ঘুরে বেড়াই।
কোকিলের মত গাইব গান
বখিল যত ভাব;
হয়ত, তুচ্ছ করে দিবে-
গুচ্ছ কিছু গালি,
তবু, কাউকে আপন পাব!
ভাবনার বাড়িবে মেদ
নাহি নাহি তাতে খেদ,
বরং, আরও বেশি সুখ পাই;
কারণ- হা হা হা…..
কারণ, আমার চাওয়ার কিছু নাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ১৬/০৫/২০১৫বাহ দারুণ হয়েছে।
-
নাজমুল আহসান ১১/০৫/২০১৫ভাল লেখেছেন
-
ইবাদ বিন সিদ্দিক ০৯/০৫/২০১৫সুন্দর লিখেছেন।
-
শাহাদাত হোসেন রাতুল ০৯/০৫/২০১৫ভালো লাগা রেখে গেলাম
-
আবিদ আল আহসান ০৯/০৫/২০১৫Shunddr
-
কায়সার মোহাম্মদ ইসলাম ০৮/০৫/২০১৫কমপ্লিট "আর্ট অফ লিভিং" এর বিষয়বস্তু কবিতায় সহজভাবে প্রতিফলিত হয়েছে !