যার প্রেমেতে মজনি
মন তুই যত চাওয়ায় রত
ভরে দিবস রজনী,
ওরে ভোলা সবি ঘোলা
কারণ তারে ভজনি।
সে যে বড় হয়ে ব্যাকুল
ফুঁটাতে চায় প্রেমেরি ফুল
মানতে যদি তাঁহারে মূল
হইতে মহাসজনি।
কাটে বাজে ভ্রান্তি লাজে
আসল থাকে আড়ালে,
মূলে শত ভুলের ক্ষত
বিষাদ দুঃখ বাড়ালে।
এইবার তারে কর স্মরণ
মাফ চাহিয়া কর বরণ
চূড়ান্তে হও তাঁহার ধরণ
যার প্রেমেতে মজনি।
ভরে দিবস রজনী,
ওরে ভোলা সবি ঘোলা
কারণ তারে ভজনি।
সে যে বড় হয়ে ব্যাকুল
ফুঁটাতে চায় প্রেমেরি ফুল
মানতে যদি তাঁহারে মূল
হইতে মহাসজনি।
কাটে বাজে ভ্রান্তি লাজে
আসল থাকে আড়ালে,
মূলে শত ভুলের ক্ষত
বিষাদ দুঃখ বাড়ালে।
এইবার তারে কর স্মরণ
মাফ চাহিয়া কর বরণ
চূড়ান্তে হও তাঁহার ধরণ
যার প্রেমেতে মজনি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কায়সার মোহাম্মদ ইসলাম ০৮/০৫/২০১৫ভালো লেগেছে কবি ।
-
সবুজ আহমেদ কক্স ০৪/০৫/২০১৫ভালো
-
এম এস সজীব ০৩/০৫/২০১৫রিয়্যালি ফাইন!!
-
সাকির খান ০২/০৫/২০১৫chomotkar kobita. asha kori aro likhben kobi
-
জসীম উদ্দীন মুহম্মদ ০২/০৫/২০১৫সুন্দর কবিতা!!
-
রাইসা ০১/০৫/২০১৫ভালো
-
শাহাদাত হোসেন রাতুল ০১/০৫/২০১৫ভালো লাগলো বেশ
-
এস ইসলাম ০১/০৫/২০১৫অন্তমিলের জোর তাগিদ কাব্য ভাবনাকে বাহত করেছে।