অল্পে তুষ্ট
সত্যের জয় চিরকাল
মিথ্যার ঢোল ক্ষণিকের
কৃষকেরা গোলা ভরে
লাভ উঠে বণিকের!
তবু কৃষক থাকে সুখে
যায় কেটে বার মাস,
বেশি বেশি লাভ পেতে
বণিকের হাহুতাস।
সুখ পেয়ে সুখী হবে
অল্পে হলে তুষ্ট,
তার আগে মিথ্যা দলে
সত্যে হলে পুষ্ট।
মিথ্যার ঢোল ক্ষণিকের
কৃষকেরা গোলা ভরে
লাভ উঠে বণিকের!
তবু কৃষক থাকে সুখে
যায় কেটে বার মাস,
বেশি বেশি লাভ পেতে
বণিকের হাহুতাস।
সুখ পেয়ে সুখী হবে
অল্পে হলে তুষ্ট,
তার আগে মিথ্যা দলে
সত্যে হলে পুষ্ট।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোবারক হোসেন ০৩/০৭/২০১৫কবিতাটি মানুষকে সুখি হতে সহায়তা করবে। কবিকে অনেক ধন্যবাদ।
-
আব্দুল মান্নান মল্লিক ২৯/০৪/২০১৫আবারও লিখবেন, বাঃ খুব সুন্দর
-
নাজমুল আহসান ২৯/০৪/২০১৫অল্পে তুষ্টি বড় গুণ
-
অ ২৯/০৪/২০১৫একদম ঠিক বলেছেন অল্পে তুষ্ট থাকাই ভালো ।
-
মোহাম্মদ এনামুল হক ২৮/০৪/২০১৫শুভ হোক...
-
শাহাদাত হোসেন রাতুল ২৮/০৪/২০১৫ভালো লাগলো......।।