পদ্মের মালা
থেকো না আর চুক্ষু বুঁজে
করে দেখ একটু খেয়াল,
তোমার আমার মধ্যখানে
উঁচু মাথার মস্ত দেয়াল।
সেই দেয়ালটা শক্ত চরম,
ভিত্তি যদিও খুবই নরম।
চেতন করে নিঃস্ব করলে
বিশ্বে তাতে হবে জয়,
অবচেতন থাকলে শেষে
হতে পারে তামাম ক্ষয়।
পদ্মে পদ্মে মালা হলে
হবে বড় অনুপম,
তৃপ্তি শোভা করবে বিলি
সুন্দরতায় মনোরম!
করে দেখ একটু খেয়াল,
তোমার আমার মধ্যখানে
উঁচু মাথার মস্ত দেয়াল।
সেই দেয়ালটা শক্ত চরম,
ভিত্তি যদিও খুবই নরম।
চেতন করে নিঃস্ব করলে
বিশ্বে তাতে হবে জয়,
অবচেতন থাকলে শেষে
হতে পারে তামাম ক্ষয়।
পদ্মে পদ্মে মালা হলে
হবে বড় অনুপম,
তৃপ্তি শোভা করবে বিলি
সুন্দরতায় মনোরম!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুল হাসান রাসেল ২০/০৩/২০১৫ভালো
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ১৬/০২/২০১৫অনেক ভালো লাগলো...........................
-
মিজান রহমান ১৫/০২/২০১৫সুন্দর কবিতার জন্যে ধন্যবাদ
-
অ ১৪/০২/২০১৫কবিতা কিন্তু অনেক সুন্দর হয়েছে ।
-
জাহিদুর রহমান ১৪/০২/২০১৫বেশ লিখেছেন।
-
সবুজ আহমেদ কক্স ১৪/০২/২০১৫ভেরি ফাইন
-
হাসান কামরুল ১৪/০২/২০১৫ভাল লেগেছে।
-
ফিরোজ মানিক ১৪/০২/২০১৫অনেক ভাল লাগলো কবি। দারুণ কাব্যিকতার সমাহার।
-
জহির রহমান ১৪/০২/২০১৫অসম্ভব সুন্দর! আমার অনেক ভালো লেগেছে কবিতাটি। বিশেষ করে যে একটা গল্প ফুটে উঠেছে।
অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আপনার জন্য। শুভ কামনা...