নেতার ফাঁদে আটকা
আটকে কাঁদে কণা প্রাণী
মাকড় জালের ফাঁদে,
আষ্টে-পৃষ্টে মাকড় তাদের
স্বীয় জালে বাঁধে।
আশা হারার দলে কাঁদে
জীবন গেল বুঝি,
মাকড় হেসে বলে বেটা
তুইতো আমার রুজি!
কর্ম আমার সফল হল
ধন্য তোরে পেয়ে,
মোটা-তাজা হব আরও
মজা করে খেয়ে।।
তেমনি আমরা জনগণ সব
নেতার ফাঁদে আটকা,
মোদের সকল তাদের তরে
ভোগ্য পণ্য টাটকা।
মাকড় জালের ফাঁদে,
আষ্টে-পৃষ্টে মাকড় তাদের
স্বীয় জালে বাঁধে।
আশা হারার দলে কাঁদে
জীবন গেল বুঝি,
মাকড় হেসে বলে বেটা
তুইতো আমার রুজি!
কর্ম আমার সফল হল
ধন্য তোরে পেয়ে,
মোটা-তাজা হব আরও
মজা করে খেয়ে।।
তেমনি আমরা জনগণ সব
নেতার ফাঁদে আটকা,
মোদের সকল তাদের তরে
ভোগ্য পণ্য টাটকা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নিহাল নাফিস ১০/০২/২০১৫ঠিকই বলেছেন ।
-
অ ০৯/০২/২০১৫চমৎকার কবিতা ।
-
ইঞ্জিনিয়ার সজীব ইমাম ০৭/০২/২০১৫দারুন ছন্দ কবিতা। চরম লাগলো।
-
সবুজ আহমেদ কক্স ০৭/০২/২০১৫very nice @@@@
-
পিয়ালী দত্ত ০৬/০২/২০১৫দারুন
-
ডিবেটার সাদ্দাম হোসেন ০৬/০২/২০১৫সমসাময়িক প্রেক্ষাপটে দারুন লেখনী
-
ফিরোজ মানিক ০৬/০২/২০১৫অনেক চমৎকার কবিতা। আজ বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার উক্তিগুলো চির সত্য। ধন্যবাদ কবিকে।
-
নাজমুল আহসান ০৬/০২/২০১৫রাজনীতির বলি এই দেশ